For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান খানের স্বপ্নের পাকিস্তানে নতুন 'জঙ্গি অ্যাকাডেমি' গড়ছে জঈশ-ই-মহম্মদ

পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ নতুন জঙ্গি অ্যাকাডেমি গড়ছে পাকিস্তানে।

  • |
Google Oneindia Bengali News

ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে চলেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের প্রধান ইমরান খান। ভোট পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলন করে নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখিয়ে নানা কথা তিনি বলেছেন। আর তারই মাঝে খবর, পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ নতুন জঙ্গি অ্যাকাডেমি গড়ছে পাকিস্তানে।

স্বপ্ন বিফলে!

স্বপ্ন বিফলে!

একদিকে পাকিস্তানে ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা আর একদিকে ফের জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা দুটোই একসঙ্গে শুরু হয়েছে। ইমরান খানের নেতৃত্বে নতুন পাকিস্তানে যে বিশেষ বদল হবে না তা এখন থেকেই বলে দেওয়া যায়।

নতুন অ্যাকাডেমি

নতুন অ্যাকাডেমি

সংবাদমাধ্যম সূত্রে খবর, মাসুদ আজহারের জঙ্গি সংগঠন পঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর শহরে ১৫ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের আকারে জঙ্গি অ্যাকাডেমি গড়ছে। যেখানে হাজার হাজার যুবককে জেহাদি প্রশিক্ষণ দেওয়া হবে ও ভারত বিরোধিতার স্বপ্নে দীক্ষিত করা হবে। সূত্রের খবর, বিল্ডিং তৈরির খবর ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

নতুন করে সমস্যা তৈরির চেষ্টা

নতুন করে সমস্যা তৈরির চেষ্টা

শুধু জঈশ নয়, আরও কয়েকটি পাকিস্তানি জঙ্গি সংগঠন কাশ্মীরকে ভিত্তি করে ভারতের বিরুদ্ধে নাশকতার চেষ্টা করে চলেছে। কাশ্মীরকে ভারত বিচ্ছিন্ন করে পাকিস্তানের অংশ করার তৎপরতা চালাচ্ছে। আর এই তৎপরতা গত কয়েকবছরে নতুন করে ডালপালা মেলেছে। যেখানে জঈশের মতো জঙ্গি দল নেতৃত্ব দিচ্ছে। ভারত বিরোধিতা ও নাশকতা জিইয়ে রাখতেই জঈশ জঙ্গি অ্যাকাডেমি খুলছে সন্দেহ নেই।

সরকার কি ব্যবস্থা নেবে?

সরকার কি ব্যবস্থা নেবে?

জঈশের মতো বেশ কয়েকটি জঙ্গি সংগঠন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে সরব হয়েছিল। তাঁকে ইসলাম ও পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার তকমাও দেওয়া হয়। এখন দেখার নতুন সরকার ক্ষমতায় এসে এই জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।

English summary
New Jaish e Mohammad terror academy surface in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X