আইফোন এবং অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য এবার শর্টকাট বারে পরিবর্তন ফেসবুকের
অ্যান্ড্রোয়েড এবং আইফোন ব্যবহারকারীদের জন্য এবার শর্টকাট বারে বেশ কিছু পরিবর্তন আনার পথে হাঁটতে চলেছে ফেসবুক। ব্যবহারকারীদের সুবিধার্থে যুক্ত করা হতে পারে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এবার আপনার ফেসবুক অ্যাপের মাধ্যমে পছন্দ অনুযায়ী নেভিগেশন বার সম্পাদনা করতে পারবেন আপনি নিজেই।

নেভিগেশন বারের মধ্যেই শর্টকাট বার সেটিংস হিসাবে থাকে যেমন মার্কেট প্লেস, ওয়াচ, গ্রুপ, ইভেন্ট, প্রোফাইল, ফ্রেন্ড রিকোয়েস্ট, গেমিং এবং ডেটিং সহ একাধিক বিকল্প। যার মাধ্যমে ব্যবহারকারী তার দ্রুত পছন্দসই বিষয় গুলি বেছে নিতে পারেন। পাশাপাশি অত্যধিক নোটিফিকেশনের দ্বারা জেরবার হলে লাল বিন্দুগুলি নিঃশব্দ করার জন্যও থাকছে একটি বিশেষ বিকল্প।
ফেসবুকের নতুন আপডেটে এই নতুন এই সুবিধা গুলি পাওয়া যাচ্ছে বলেও জানা যাচ্ছে। এর জন্য প্রথমে নেভিগেশন বারের যে কোনও শর্টকাটকে আলতো চাপ দিলেই একটি পপ আপ মেনু খুলে যাবে যার মাধ্যমে আপনাকে আপনার পছন্দসই পরিবর্তন গুলি করার অনুমতি দেবে ফেসবুক।