For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাদের সৌরজগতে আরও একটি বামন গ্রহের অস্তিত্ব পেলেন বিজ্ঞানীরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিজ্ঞানীরা আমাদের সৌরজগতে একটি নতুন বামন গ্রহের সন্ধান পেয়েছেন বলে জানা গিয়েছে। ৩৩০ মাইল চওড়া এই গ্রহটি সূর্য থেকে ৮৫০ কোটি মাইল দূরে অবস্থিত। এর নাম রাখা হয়েছে '2014 UZ 224'। [পৃথিবীতে অক্সিজেনের মাত্রা ক্রমহ্রাসমান, সতর্কবাণী বিজ্ঞানীদের]

এটি এতটাই দূরে অবস্থিত যে নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে ১১০০ বছর। এটি তেমনই কতিপয় বামন গ্রহের একটি যা সৌরজগতে অবস্থান করছে। [বন্ধ বইয়ের পাতাও এবার পড়ে নেওয়া যাবে সহজে!]

আমাদের সৌরজগতে আরও একবামন গ্রহের অস্তিত্ব পেলেন বিজ্ঞানীরা

একটি বিশেষ 'ডার্ক এনার্জি ক্যামেরা'-র সাহায্যে এই গ্রহটিকে খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। ক্যামেরাটি তৈরি করেছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ছাত্ররা ও গবেষক ডেভিড গার্ডেস। গোটা নক্ষত্রজগতের ম্যাপ তৈরির লক্ষ্যে এটিকে তৈরি করা হয়। তার মাঝেই নতুন নক্ষত্রটির সন্ধান পান বিজ্ঞানীরা। [আমাজনে 'ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা]

গবেষকরা জানাচ্ছেন, মহাকাশের ছবি তোলা সহজ নয়। কোনও বস্তু এই মুহূর্তে এক জায়গায় থাকছে তো অপর মুহূর্তে আর এক জায়গায় সরে যাচ্ছে। এছাড়া ক্যামেরায় যে অবস্থান ধরা পড়ে তার চেয়ে অনেক দূরে অবস্থান করে মহাকাশের বস্তুগুলি। [পৃথিবীর গভীরতম 'সিঙ্কহোল'-এর খোঁজ মিলল দক্ষিণ চিন সাগরে!]

ফলে গোটা বিষয়টাই একটি জটিল প্রক্রিয়া। গতিপথ বদলে যাওয়া এইসব মহাজাগতিক বস্তুকে নজরে রাখতে নয়া সফটওয়্যার তৈরি করেছেন বিজ্ঞানীরা। তার মাধ্যমেই মহাজাগতিক সমস্ত বস্তুকে পর্যবেক্ষণ করছেন তারা।

প্রসঙ্গত, বামন গ্রহ তাকেই বলা হয় যা গ্রহের মতোই আচরণ করে অথচ আকারে ছোট হয়। তবে এই গণনা সবসময় সহজ হয় না। কারণ কোনটিকে গ্রহ বলা হবে অথবা কোনটিকে শুধুমাত্র পাথরের টুকরো তা নিয়ে সবসময় দ্বন্দ্ব থাকে বিজ্ঞানীদের মধ্যে। সেজন্যই বহুদিন গ্রহ থাকার পরে নিজের তকমা হারিয়েছে প্লুটো। এই নতুন গ্রহের ক্ষেত্রেও তেমনটা হবে কিনা সেটাই এখন দেখার।

English summary
New dwarf planet found in our solar system
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X