For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাঁজাখোর করাচি, আন্তর্জাতিক তালিকায় ভারতকে হারাল পাকিস্তান

গাঁজা সেবনে পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে ভারত। একটি জার্মান সংস্থার করা সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। তাতে দেখা গিয়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহর গাঁজা সেবনে শীর্ষে স্থান করে নিয়েছে।

Google Oneindia Bengali News

গাঁজা সেবনে পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে ভারত। একটি জার্মান সংস্থার করা সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। তাতে দেখা গিয়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহর গাঁজা সেবনে শীর্ষে স্থান করে নিয়েছে। তারপরেউ রয়েছে পাকিস্তানি শহর করাচির স্থান। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

এগিয়ে পাকিস্তান

এগিয়ে পাকিস্তান

সমীক্ষকরা জানিয়েছেন গাঁজা সেবনে আমেরিকার নিউ ইয়র্ক শহরের ধারের কােছ কেউ নেই। বছরে ৭৭.৪ গাঁজা সেই শহরে সেবন করেন বাসিন্দারা। আর দ্বিতীয় আসনে থাকা পাকিস্তানের করাচির বাসিন্দারা বছরে ৪২ টন গাঁজা সেবন করে থাকে। সেতুলনায় অনেকটাই পিছিয়ে ভারতের দিল্লি। বছরে ৩৮.৮ টন গাঁজা সেবন করে থাকেন রাজধানীর বাসন্দারা। এই তালিকায় জায়গা করে নিয়েছে মুম্বইও। শহরের বছরে ৩২.৪ টন গাঁজ সেবন করে থাকেন বাসিন্দারা।

তালিকায় অন্য শহর

তালিকায় অন্য শহর

শুধু ভারতের দুটি শহরই নয় তালিকায় জায়গা করে নিয়েছে আমেরিকার তিনটি শহর। নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস এবং শিকাগো। অন্যদিকে ব্রিটেনের রাজধানী লন্ডন, মিশরের রাজধানী কায়রো, রাশিয়ার রাজধানী মস্কো এবং কানাডার টরেন্টোও রয়েছে সেই তালিকায়।

গাঁজা সবচেয়ে সস্তা মুম্বই দিল্লিতে

গাঁজা সবচেয়ে সস্তা মুম্বই দিল্লিতে

দামের নিরিখে দেখতে গেলে ভারত এগিয়ে রয়েছে তালিকায়। কারণ ভারতের মুম্বই এবং দিল্লিতেই সবচেয়ে সস্তায় গাঁজা পাওয়া যায়। দিল্লিতে গাঁজার দাম এক গ্রাম ৩১৪ টাকা আর মুম্বইয়ে এক গ্রাম গাঁজার দাম ৩২৪ টাকা। আর গাঁজা সবচেয়ে দামি জাপানে। এছাড়াও সিওল, কোয়েটো, ব্যাঙ্কক এবং হংকংয়েও গাঁজার দাম চড়া।

সমীক্ষকরা জানিয়েছেন যদি দিল্লি সরকার সরকারি ভাবে গাঁজা বিক্রি করতে শুরু করে তাহলে কয়েকশো কোটি টাকা জমা হবে সরকারি কোষাগারে।

<strong>[আরও পড়ুন: আলিবাবা থেকে অবশেষে অবসর জ্যাক মা-র]</strong>[আরও পড়ুন: আলিবাবা থেকে অবশেষে অবসর জ্যাক মা-র]

English summary
New Delhi has been ranked third in the global weed consumption list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X