For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অষ্টম বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, জারি কারফিউ

পর পর ৬ টি বিস্ফোরণের পর ফের নয়া বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা।

  • |
Google Oneindia Bengali News

পর পর ৬ টি বিস্ফোরণের পর ফের নয়া বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। এদিন সকালে সেখানের রাজধানী কলোম্বোয় পর পর ৬ টি বিস্ফোরণের পর এদিন আরও এক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এমনই দাবি করছে সেখানের পুলিশ সূত্র। এরপর নতুন করে ফের বিস্ফোরণ ঘটে । ফলে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৮টি বিস্ফোরণ ঘটে গিয়েছে সেখানে। জানা গিয়েছে, সেখানে এদিন রাতে কারফিউ জারি থাকবে। এমনই দাবি প্রশাসনের।

SRITAMA MITRA category-west Bengal browser-11 Crorepatis Contesting In Third Phase Of Bengal Elections On April 23 description --11 Crorepatis Contesting In Third Phase Of Bengal Elections On April 23

ফের নয়া বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা, চরম আতঙ্ক কলোম্বোয়

ঘটনার জেরে আপাতত বন্ধ শ্রীলঙ্কার সোশ্যাল মিডিয়া পরিষেবা। এর আগে,এদিন সকালে কলম্বোর পর পর ৩ টি চার্চও ৩ টি পাঁচতারা হোটেলে পর পর বিস্ফোরণের জেরে নিহতের সংখ্যা ছুঁয়েছে ১৫৬ জনে। অন্যদিকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ জন। এরপর ফের একবার বিস্ফোরণের ঘটনায় রীতিমত চাঞ্চল্য শ্রীলঙ্কা জুড়ে। নতুন করে ঘটে যাওয়া বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। উল্লেখ্য, শ্রীলঙ্কার বুকে এলটিটিই নিশ্চিহ্ন হওয়ার ১০ বছর পর এরকম কোনও বিস্ফোরণ ঘটল। বহু সূত্রের দাবি এই ঘটনার নেপথ্যে আইএসআইএস-র হাত থাকতে পারে।

সকাল পৌনে ন'টায় ঘটে যাওয়া বিস্ফোরণের পর রীতিমত সন্ত্রস্ত হয়ে ওঠে শ্রীলঙ্কা। ঘটনার পর এত ঘণ্টা কেটে যাওয়ার পরও এখনও কোনও সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি। পাশাপাশি, ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা জানা যায়নি।

English summary
New blast in Sri Lankan capital, two dead, say police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X