For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দিতে টুইট করলেন ইলন মাস্ক! অবাক নেট দুনিয়া

ইলন মাস্ককে হিন্দিতে টুইট করতে দেখে অবাক নেটিজেনরা

Google Oneindia Bengali News

টুইটার কেনার পর থেকেই সংস্থার একধিক পরিবর্তনে আগ্রহ দেখিয়েছেন ইলন মাস্ক। ইতিমধ্যে টুইটারের কর্মীদের বরখাস্ত করা শুরু হয়ে গিয়েছে। ভারতে টুইটারের অর্ধেক কর্মীদের বরখাস্ত করা হয়েছে। এখনও যাঁদের বরখাস্ত করা হয়নি, তাঁরা যথেষ্ঠ উদ্বেগে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যে ইলন মাস্ক পর পর দুটি টুইট হিন্দিতে করেন। তারপরেই বিশ্বজুড়ে একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিশ্ব জুড়ে একটা প্রশ্ন সবার মনে ঘুরছে, ইলন মাস্ক হিন্দি জানেন কি করে

হিন্দিতে কী টুইট করলেন ইলন মাস্ক

হিন্দিতে কী টুইট করলেন ইলন মাস্ক

শনিবার টুইটারে ইলন মাস্কের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শাহরুখ খানের হিন্দি সিনেমার একটি সংলাপ টুইট করা হয়। টুইটটি হিন্দিতেই করা হয়। টুইটে লেখা থাকে, 'বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা হতেই থাকে। তাই না?' এই টুইটটি নিয়ে যখন নেটিজেনদের মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। যখন জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে, ঠিক তখনই ফের একটি হিন্দিতে টুইট করা হয়। সেখানে লেখা থাকে, 'কামরিয়া কারে লাপালাপ কি ললিপপ লাগেলু'। ইলন মাস্ককে হিন্দিতে টুইট করতে দেখে রীতিমতো অবাক হয়ে যান নেটিজেনরা।

ইলন মাস্কের হিন্দিতে টুইটের রহস্য কী

ইলন মাস্কের হিন্দিতে টুইটের রহস্য কী

যে অ্যাকাউন্ট থেকে হিন্দিতে টুইট করা হয়েছে, সেটি ইলন মাস্কের ভেরিফায়েড অ্যাকাউন্ট। পরে জানা যায়, এটি ইলন মাস্কের অ্যাকাউন্ট হলেও তিনি ভিন্ন ব্যক্তি ও বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি, যিনি টুইটার কিনেছেন, তিনি ভিন্ন ব্যক্তি। দুজনের টুইটারে ব্যবহারকারী নাম দুটি আলাদা। যার জেরে ইলন মাস্কের হিন্দিতে টুইট দেখে সবাই ভাবতে শুরু করেছেন, বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি তথা টুইটারের বর্তমান মালিক টুইট করেছেন।

কে এই ইলন মাস্ক

কে এই ইলন মাস্ক

জানা গিয়েছে, যিনি হিন্দিতে টুইট করেছেন, তিনি হলেন, ইয়ান উলফোর্ড। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে হিন্দির অধ্যাপক। উলফোর্ড আগেও হিন্দি টুইট করেছেন। কিন্তু বর্তমানে তিনি টুইটারের প্রোফাইল ফটো এবং নাম ইলন মাস্কের মতো করেছেন। তার জেরেই নেটিজেনরা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।

টুইটারের পুনর্গঠনের কাজ

টুইটারের পুনর্গঠনের কাজ

২৭ অক্টোবর চূড়ান্ত চুক্তির পর টুইটার অধিগ্রহণ করেন ইলন মাস্ক। তারপর থেকেই কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছে। একটি রিপোর্টে জানা গিয়েছে, ব্যয় কমাতে কর্মী সংখ্যা অর্ধেক করে দেওয়া হবে। এছাড়াও টুইটারের তরফে জানানো হয়েছে, সাময়িকভাবে বিশ্বের সমস্ত টুইটারের অফিস বন্ধ থাকবে। যাঁদের টুইটার বরখাস্ত করবেন, তাঁদের ইমেল মারফৎ জানানো হবে। টুইটারের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য আগে কর্মীরা দেখতে পেতেন। সেটিও ইলন মাস্কের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে।

English summary
What is the secret of Elon Musk tweeting in Hindi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X