For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিহানা, গ্রেটার পর কৃষকদের সমর্থনে আওয়াজ তুললেন কমলা হ্যারিসের ভাইজি, ফেটে পড়লেন টুইটারে

রিহানা, গ্রেটার পর কৃষক আন্দোলনের সমর্থনে দাঁড়াতে দেখা গেল কমলা হ্যারিসের ভাইজি

  • |
Google Oneindia Bengali News

সময় যত গড়াচ্ছে কৃষক আন্দোলন নিয়ে ততই চাপের মুখে পড়ছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। ইতিমধ্যেই কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পপস্টার রিহানাকে। এদিন টুইটার হ্যাণ্ডেলে তিনি সংক্ষিপ্ত বার্তার সঙ্গে নয়া কৃষি আইনের প্রতিবাদকে সমর্থন করেছেন। সমর্থন করতে দেখা গিয়েছে কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও। এবার এই তালিকায় যুক্ত হল মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইজির নাম।

রিহানা, গ্রেটার পর কৃষকদের সমর্থনে আওয়াজ তুললেন কমলা হ্যারিসের ভাইজি, ফেটে পড়লেন টুইটারে

পেশায় আইনজীবী, লেখিকা কমলা হ্যারিসের ভাইজি মিনা হ্যারিসকে বুধবার টুইটারে লিখতে দেখা যায়, “পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র আজ লাঞ্ছনার শিকা।” প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবাদী কৃষকদের ঠেকাতে ইতিমধ্যেই কার্যত রণসজ্জায় নেমেছে দিল্লি পুলিশ। তিন সীমান্তেই তৈরি করা হয়েছে কংক্রিটের ব্যারিকেড। পোঁতা হয়েছে গজাল, পেরেক। বিক্ষোভ স্থলে কেটে দেওয়া জলের লাইন। বন্ধ ইন্টারনেট পরিষেবা। এই খবর ছড়িয়ে পড়তেই দেশ বিদেশ থেকে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন বিদ্বজনেরা।

এদিন দিল্লির আন্দোলনরত কৃষকদের ছবি সহ টুইট পোস্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মিনা হ্যারিসকে। সেথানে তিনি লেখেন, “ গত একমাস আগেই বড়সড় আক্রমণের মুখে পড়ে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র।লাঞ্ছিত হয় সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। বর্তমান সময়ে সেনা দিয়ে আন্দোলনরত কৃষকদের উপর আক্রমণ, ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে আমাদের সবারই সোচ্চার হওয়ার সময় এসেছে। ” এদিকে এদিনই আবার পপস্টার রিহানা আন্দোলনকারী কৃষকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে টুইট করেন কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে।তারপরেই তার ফলোয়ার সংখ্যা কয়েক মূহূর্তের ব্যবধানে প্রায় লাখ খানেক বেড়ে যায় বলেও দেখা যায়।

রাজ্যে ফের কনকনে ঠান্ডার পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরেরাজ্যে ফের কনকনে ঠান্ডার পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

English summary
nephew of US Vice President Kamala Harris, was seen standing in support of the peasant movement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X