For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ মাসে ১৪ শৃঙ্গ জয় করে ইতিহাস রচনা নেপালের নির্মল পুরজার

মাত্র সাত মাসে বিশ্বের ১৪টি দুর্গম পর্বত শৃঙ্গ (৮০০০ মিটারের বেশি উচ্চতা) অতিক্রম করে নজির গড়লেন নেপালের পর্বতারোহী নির্মল পুরজা।

  • |
Google Oneindia Bengali News

মাত্র সাত মাসে বিশ্বের ১৪টি দুর্গম পর্বত শৃঙ্গ (৮০০০ মিটারের বেশি উচ্চতা) অতিক্রম করে নজির গড়লেন নেপালের পর্বতারোহী নির্মল পুরজা। এপ্রিল থেকে শুরু হওয়া তাঁর 'প্রজেক্ট পসিবল' অভিযান যে সফল হয়েছে, সে কথা নিজের ফেসবুক অ্যাকাউন্টে রীতিমতো ছবি দিয়ে জানিয়েছেন নেপালি পর্বতারোহী। লিখেছেন 'মিশন অ্যাচিভড'।

শুরুর সেদিন

নেপালের প্রাক্তন সেনা কর্মী নির্মল পুরজা গত এপ্রিল থেকে 'প্রজেক্ট পসিবল' অভিযান শুরু করেন। মাত্র এক মাসে তিনি নেপালের অন্নপূর্ণা, ধাউলাগিরি, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, লহটসে ও মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করেন।

পাকিস্তানের পথে

পরের মাসে পাকিস্তানের দিকে রওনা হন তিরিশোর্ধ ওই নেপালি পর্বতারোহী। প্রতিবেশী দেশ সংলগ্ন নাঙ্গা পর্বত, গাশেরভ্রুম এক, দুই ও কে-টু ও ব্রড পর্বতশৃঙ্গ জয় করেন নির্মল পুরজা।

কঠিন সেপ্টেম্বর

সেপ্টেম্বরের খারাপ আবহাওয়ার মধ্যেই চিনের দুর্গম চো ওয়ু ও নেপালের মানাসলু পর্বত শৃঙ্গ জয় করেন নির্মল পুরজা। ২৯ অক্টোবর চিনের শিশাপাংমা পর্বত শৃঙ্গে চড়াই করার আগে অনুমতি সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েন। যদিও চিন সরকার পরে তাঁকে ওই পর্বত শৃঙ্গে ওঠার অনুমতি দেন। অক্ষত শরীরেই শিশাপাংমা পর্বত শৃঙ্গ জয় করেন নির্মল পুরজা।

এর আগে কাঁরা

বিশ্বের ১৪টি পর্বত শৃঙ্গ সাত বছর এগারো মাস ও চোদ্দ দিনে জয় করেছিলেন পোল্যান্ডের পর্বতারোহী জেরজি কুকুকজকা। ১৯৮৭ সালে তিনি অভিযান শেষ করেন। দুই বছর পর দুর্ঘটনায় তাঁর মৃ্ত্যু হয়।

১৯৮৭ সালেই একই নজির গড়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম চাং-হো। যদিও তিনি বিশ্বের ১৪টি পর্বতশৃঙ্গ জয় করতে তিনি পোলিশ পর্বতারোহীর থেকে এক মাস বেশি সময় নেন।

১৯৮৬ সালে প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের ১৪টি পর্বত শৃঙ্গ জয় করেছিলেন ইতালির রেইনহোল্ড মেসনের। যদিও সময়ের নিরিখে তাঁদের প্রত্যেককেই ছাপিয়ে গিয়েছেন নেপালের প্রাক্তন সেনাকর্মী নির্মল পুরজা।

ছবি সৌ:ফেসবুক

English summary
Nepali mountaineer climbs world's 14 highest in just 7 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X