For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ফুঁসে উঠতেই সীমান্ত থেকে পাততাড়ি গোটাচ্ছে নেপাল! ওলির গদি টলতেই উত্তরাখন্ডে কোন ছবি

ভারত ফুঁসে উঠতেই সীমান্ত থেকে পাততারি গোটাচ্ছে নেপাল! ওলির গদি টলতেই উত্তরাখন্ডে কোন ছবি

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই সবেমাত্র সীমান্ত সংঘাত নিয়ে বক্তব্য রেখেছিল নেপাল। মানচিত্রে ভারতের ৩ টি এলাকাকে ঢুকিয়ে দেওয়ার প্রবল চেষ্টায় ছিল সেদেশের ওলি সরকার। এরপর ভারতকে তোপ দিতেই খোদ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মসনদ কাঁপতে থাকে। আর তারপরই এবার উত্তরাখন্ডে সীমান্ত থেকে পাততারি গোটাতে শুরু করেছে নেপাল।

 উত্তরাখন্ডে নেপাল ব্যাকফুটে

উত্তরাখন্ডে নেপাল ব্যাকফুটে

কালাপানি, লিপুলেখ আর লিম্পিয়াধুরা, এই তিনটি উত্তরাখন্ডের এলকাকে নেপাল নিজের বলে দাবি করতে শুরু করে। মানচিত্রে এলাকাগুলিকে নিজের আওতায় নিয়ে নিতে চায়। এরপরই কূটনৈতিক চালে মাত করে দিল্লি, যার জেরে কাঠমান্ডু ব্যাকফুটে যেতে বাধ্য হয়। আর এবার উত্তরাখন্ড থেকে সেনা পোস্টিং সরিয়ে নিল নেপাল।

 নেপাল সেনার ব্যাকফুট গমন

নেপাল সেনার ব্যাকফুট গমন

নেপালের শসস্ত্রবাহিনী, যারা বিহার সীমান্তে দুই নিরপরাধ চাষিকে হত্যা করেছিল সীমান্ত সংঘাতের প্রতিশোধ নিতে, তারাই এবার উত্তরখান্ডে নিজেদের নতুন তৈরি করা আউটপোস্ট থেকে পিছু হটছে। নেপালের সেনা উত্তরাখন্ডের ধারচুলা ও পিথোরাগড় এলাকার পাশেই দুটি নতুন পোস্ট ১ মাস আগে তৈরি করে। আর দুটি নতুন পোস্ট থেকেই আপাতত তারা পিছু হঠে গিয়েছে।

 ওলির মসনদ টলতেই ..

ওলির মসনদ টলতেই ..

নেপালেরর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির গদি টলে গিয়েছে। তাঁর নিজের দলের মধ্যেই তৈরি হয়েছে মতভেদ। ভারতের বিরুদ্ধাচারণের পরই নেপালের কমিউনিস্ট পার্টির একাংশ ওলিকে গদি ছাড়তে বলে সরব হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তরাখন্ডে যা হয়েছে, তা সাম্প্রতিক ভারত-নেপাল সম্পর্কে তাৎপর্যপূর্ণ।

 নেপালের চিন প্রীতি

নেপালের চিন প্রীতি

এদিকে, চিন ও নেপাল সীমান্ত এদিন খুলে যায়। দুই দেশের মধ্যে এদিন থেকে শুরু হয়েছে ব্যবসা। ফলে , সীমান্ত সংঘাতের আবহে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ঘিরে একের পর এক দিক খতিয়ে দেখছে ভারত।

নেপালের মসনদে ওলির কাঠপুতুল সরকার বাঁচাতে মরিয়া চিন! কমিউনিস্ট পার্টির সঙ্গে গোপন বৈঠক বেজিংয়েরনেপালের মসনদে ওলির কাঠপুতুল সরকার বাঁচাতে মরিয়া চিন! কমিউনিস্ট পার্টির সঙ্গে গোপন বৈঠক বেজিংয়ের

English summary
Nepal removes 2 newly constructed border outposts near Uttarakhand after Political turmoil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X