For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় টাকার বৈধতা চাই! আরবিআইকে চিঠি প্রতিবেশী দেশের

নেপালের সংবাদ মাধ্যমে প্রকাশ, সেখানে ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোটের আইনি বৈধতারয়েছে সেই মর্মে বিজ্ঞপ্তি জারির আবেদন জানিয়েছে নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

  • |
Google Oneindia Bengali News

সেদেশে চালু একশো টাকার ওপরের মূল্যর নোটের আইনি বৈধতা রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এমনই বিজ্ঞপ্তি দিক। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নেপালের রাষ্ট্র ব্যাঙ্ক এমনটাই আবেদন জানিয়েছে। নেপালের সংবাদ মাধ্যমে প্রকাশ, সেখানে ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোটের আইনি বৈধতা রয়েছে সেই মর্মে বিজ্ঞপ্তি জারির আবেদন জানিয়েছে নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

ভারতীয় টাকার বৈধতা চাই! আরবিআইকে চিঠি প্রতিবেশী দেশের

নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুরোধ, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে বিজ্ঞপ্তি দেওয়া হোক ১০০ টাকার ওপরের নোটগুলিকে নিয়ে। এটা করা হলে সেখানে ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে বলে দাবি।

আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এই মুহুর্তে ১০০ টাকা এবং তার কম মূল্যের নোটের বৈধতা রয়েছে নেপালে।

নোট বাতিলের সময় ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে ২০০, ৫০০, ২০০০ টাকার নোট চালু করে সরকার। পরবর্তী সময়ে আরবিআই নতুন চালু নোটগুলিকে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। ফলে নেপালে সেগুলির ব্যবহার আইনত বৈধ নয়।

নেপালের বহু মানুষ প্রতিদিনই ভারতে যাতায়াত করেন। এছাড়াও সীমান্ত এলাকায় থাকা মানুষজনকে ভারতের বাজারের ওপর নির্ভর করতে হয়। তাদের কাছ থেকে অভিযোগ জমা পড়েছে নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্কে। এরপরেই আরবিআই-এর কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে সেখানকার সংবাদপত্রগুলি।

একইসঙ্গে সেদেশের হাতে থাকা ৫০০ ও ১০০০ টাকার নোট ফেরত নেওয়ারও আবেদন জানানো হয়েছে। নেপালের রাষ্ট্র ব্যাঙ্কের হাতে বেশ কয়েক কোটির পুরনো নোট রয়েছে।

English summary
Nepal Rastra Bank writes to RBI to declare banned new Indian currency noes legal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X