For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গদি বাঁচাতে শেষে নেপালে জরুরি অবস্থা জারির ছক ওলির, বেঁকে বসেছেন প্রেসিডেন্ট

গদি বাঁচাতে শেষে নেপালে জরুরি অবস্থা জারির ছক ওলির, বেঁকে বসেছেন প্রেসিডেন্ট

Google Oneindia Bengali News

ভারতের সঙ্গে বিবাদের বড় মূল্য চোকাতে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী ওলিকে। গলি বাঁচাতে এখন মরিয়া হয়ে উঠেছেন তিনি। সূত্রের খবর দেশে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে চাইছেন ওলি। এই নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকও করেছেন তিনি। কিন্তু ওলির আসল উদ্দেশ্য ধরে ফেলেছেন রাষ্ট্রপতি। তাই প্রধানমন্ত্রী স্বাস্থ্য জরুরি অবস্থা জারির প্রস্তাব নাকোচ করে দিয়েছেন।

বিপাকে ওলি

বিপাকে ওলি

ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদে জড়িয়ে দলের অন্দরেই কোণঠাসা হয়ে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। রুষ্ট হয়েছেন প্রচণ্ড। গদি প্রায় টলমল অবস্থা। দফায় দফায় ওলির বাসভবনে বৈঠকে বসেছেন নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। তাতে ওলির ভারত অবস্থান নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সূত্রের খবর ওলিকে পদত্যাগ করার কথা বলা হয়েছে।

গদি বাঁচাতে মরিয়া ওলি

গদি বাঁচাতে মরিয়া ওলি

গলি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এটাও তাঁর একটা গদি বাঁচানোর পরিকল্পনা বলে কটাক্ষ করেছেন অনেকে। তারপরেই শোনা যাচ্ছে দেশে জরুরি অবস্থা জারি করতে চাইছেন ওলি। করোনা পরিস্থিতির কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে দেশে স্বাস্থ্য জরুরি অবস্থা জারির অনুমোদন চেয়েছিলেন তিনি।

নারাজ রাষ্ট্রপতি

নারাজ রাষ্ট্রপতি

কিন্তু ওলির ছক আঁচ করেই সেই প্রস্তাব নাকোচ করে দেন রাষ্ট্রপতি বিডি ভান্ডারি। তিনি উল্টে ওলিকে বলেছেন স্বাস্থ্য জরুরি অবস্থা জারি না করে নিজের দলের লোকেদের সঙ্গে বিবাদ েমটানোয় যেন উদ্যোগী হন তিনি। এবং নেপালের সেনা স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করার জন্য জওয়ানদের মোতায়েন করতে চায় না বলে জানিয়েছেন।

পদত্যাগে নারাজ ওলি

পদত্যাগে নারাজ ওলি

দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়ালেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এই নিয়ে ফের নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। তুমুল রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে নেপালে।

<strong>ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, মৃত ও আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে প্রথম সারিতে ভারত</strong>ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, মৃত ও আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে প্রথম সারিতে ভারত

English summary
Nepal PM Oli try to imposed emergency in Nepal but president oppose his dicision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X