For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে চমকে এখনও মসনদ কাঁপছে নেপালের প্রধানমন্ত্রীর!রাজনৈতিক অস্বস্তি অব্যাহত

ভারতকে চমকে এখনও মসনদ কাঁপছে নেপালের প্রধানমন্ত্রীর!রাজনৈতিক অস্বস্তিতে অব্যাহত

Google Oneindia Bengali News

রাজনৈতিক সংকট থেকে এখনও পুরোমপরী মুক্ত নন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভারতকে কয়েকদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপর খোদ মিজের পার্টির অন্দরেই তিনি একঘরে হতে শুরু করেছেন। টানা এক সপ্তাহ ধরেই কার্যত নেপালের প্রধানমন্ত্রীর আসন টলমল করছে। এমন পরিস্থিতিতে এদিন নেপালের কমিউনিস্ট পার্টির বিশেষ মিটিং ঘিরে একাধিক তথ্য উঠতে থাকে।

 কমিউনিস্ট পার্টির বিশেষ মিটিং কী বলছে?

কমিউনিস্ট পার্টির বিশেষ মিটিং কী বলছে?

এদিন কমিউনিস্ট পার্টির বিশেষ বৈঠক আয়োজিত হয়েছে নেপালের কাঠমান্ডপতে। সেখানে পার্টি নেতা পুষ্পকমল দাহাল ও পার্টির অন্যতম মেরুদণ্ড তথা দেশের প্রধানমন্ত্রী ওলির বৈঠক হয়। কিন্তু ওলির মসনদ নিয়ে এই বৈঠকে কোনও নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেননি কেউই।

পার্টির মধ্যেই সংকটে ওলি!

পার্টির মধ্যেই সংকটে ওলি!

ভারতের সঙ্গে শত্রুতা বাড়ানোয় নেপালের প্রধানমন্ত্রী তাঁর নিজের দল কমিউনিস্ট পার্টির মধ্যেই একঘরে হয়ে গিয়েছেন। তাঁর পরিস্থিতি এতটাই খারাপ যে নেপালের বালুওয়াটারে কমিউনিস্ট পার্টির এদিনের বৈঠকে ওলিকে দেখাই যায়নি। গোটা বৈঠকে তিনি অনুপস্থিত ছিলেন। যা নেপালের রাজনীতির পক্ষে আরও উদ্বেগনক সংবাদ।

 মসনদ ছাড়ার দাবি

মসনদ ছাড়ার দাবি

ওলিকে প্রধানমন্ত্রীর মসনদ ছাড়া করার জন্য নেপালের কমিউনিস্ট পার্টিং একাংশ উঠে পড়ে লেগেছে। ওলির একের পর এক সিদ্ধান্তে .নেপালের কমিউনিস্ট পার্টি ক্ষুব্ধ। অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রীর দাবি, তাঁর চেয়ার টলানোর নেপথ্য়ে রয়েছে ভারত । দিল্লির মস্তিস্ক প্রসূত কাজেই নেপালের রাজনৈতিক সংকট বাড়ছে বলে দাবি নেপালের প্রধানমন্ত্রীর।

চিন-নেপাল সীমান্ত খোলা

চিন-নেপাল সীমান্ত খোলা

এদিকে, চিন ও নেপাল সীমান্ত এদিন খুলে যায়। দুই দেশের মধ্যে এদিন থেকে শুরু হয়েছে ব্যবসা। ফলে , সীমান্ত সংঘাতের আবহে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ঘিরে একের পর এক দিক খতিয়ে দেখছে ভারত।

হিন্দু মহাসভার নেতা জন্মদিন উদযাপন রাজভবনে, রাজ্যপাল ধনখড় টুইটে লিখলেন 'ঐতিহাসিক স্মরণ'হিন্দু মহাসভার নেতা জন্মদিন উদযাপন রাজভবনে, রাজ্যপাল ধনখড় টুইটে লিখলেন 'ঐতিহাসিক স্মরণ'

English summary
Nepal PM Oli in turmoil situation in his own party, still tension continues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X