For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত প্রধানমন্ত্রী ওলি! কোন নাটকীয় সন্ধিক্ষণে সামনে দাঁড়িয়ে নেপাল?

Google Oneindia Bengali News

দল থেকে বহিষ্কৃত হলেন নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী কেপি সিং ওলি৷ রবিবার নেপাল কমিউনিস্ট পার্টির বিরোধী শিবির তাঁকে দল থেকে বহিষ্কৃত করার কথা ঘোষণা করে৷ নেপালের নির্বাচিত সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকদিন ধরেই দলের মধ্যে ক্ষোভ চলছিল৷ ওলির বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠছিল৷ যে কারণে তাঁকে দল থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷

নেপালের প্রধানমন্ত্রী এখন থেকে আর পার্টির সদস্য নন

নেপালের প্রধানমন্ত্রী এখন থেকে আর পার্টির সদস্য নন

এই বিষয়ে নেপাল কমিউনিস্ট পার্টির বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ণকাজি শ্রেষ্ঠা জানিয়েছেন, নেপালের প্রধানমন্ত্রী এখন থেকে আর পার্টির সদস্য নন৷ তিনি বলেন, 'আজকের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কেপি শর্মা ওলিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওর সদস্যপদও খারিজ করা হয়েছে৷' গত শুক্রবারই ওলিকে দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল৷ সরানো হয়েছিল এনসিপির চেয়ারম্যান পদ থেকেও৷

নেপালের নির্বাচিত সংসদ ভেঙে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি

নেপালের নির্বাচিত সংসদ ভেঙে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি

এর একদিনের মধ্যেই দল থেকে বের করা হল ওলিকে৷ সাংবিধানিক রীতি না মেনেই নেপালের নির্বাচিত সংসদ ভেঙে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি৷ তারপর থেকেই ওলির বিরুদ্ধে নামে দলেরই একাংশ৷ এই বিরোধী শিবিরের প্রধান মুখ প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল এবং মাধবকুমার নেপাল৷

চিঠির কোনও জবাব দেননি ওলি

চিঠির কোনও জবাব দেননি ওলি

অসাংবিধানিক কাজকর্মের জন্য ওলিকে দল থেকে বহিষ্কৃত করা নিয়ে সুর চড়িয়েছিলেন তাঁরা৷ এই নিয়ে দলের বিরোধী শিবির প্রধানমন্ত্রীর বাসভবনে চিঠি পাঠায়৷ যদিও চিঠির কোনও জবাব দেননি ওলি৷ নারায়ণকাজি শ্রেষ্ঠা বলেন, 'তাঁর কার্যকলাপের ব্যাখ্যা চেয়ে আমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছি৷ উনি জবাব দেননি৷ এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷'

English summary
Nepal PM KP Sharma Oli expelled from Communist party, what next for Nepal politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X