For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাপ বদলে চাপে ওলি, গদি টলমল, প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা

চিনের উস্কানি বুমেরাং হল ওলির, গদি টলমল, প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা

Google Oneindia Bengali News

চিনের উস্কানিতে ভারতের তিনটি এলাকা নিয়ে দেশের মানচিত্র বদলে ফেলেছিলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। সেই পদক্ষেপ খুব একটা সুখের হল না প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। দলের অন্দরেই বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। শোনা যাচ্ছে ওলির গদি নাকি টলমল। শনিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছেন কমিউনিস্ট পার্টির শীর্ষ প্যানেল।

চাপ বাড়ছে ওলির

চাপ বাড়ছে ওলির

চিনের উস্কানিতে প্রভাবিত হয়ে ভারতের বিরুদ্ধে আস্ফালন শুরু করেছিল নেপালও। তড়িঘড়ি ভারতের কালাপানিকে নিজেদের দেশের অংশ দাবি করে নেপালের মানচিত্র বদলে ফেলে ওলি সরকার। তারপর থেকেই চাপ বাড়তে শুরু করেছে ওলির ওপর। কমিউনিস্ট পার্টির অন্দরেই ওলির এই আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে চাপ বাড়ছে নেপালের কমিউনিস্ট পার্টির উপরেও।

 ওলির ওপর বিরক্ত প্রচণ্ড

ওলির ওপর বিরক্ত প্রচণ্ড

নেপালের কমিউনিস্ট পার্টির দুই চেয়ারপার্সনের মধ্যে একজন ওলি এবং অপরজন প্রচণ্ড। সূত্রের খবর ওলির এই আচরণে প্রচণ্ড খুব একটা সন্তুষ্ট নন। শনিবার সকাল থেকে ওলির বাসভবনে জরুরি বৈঠকে বসেছে নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ প্যানেল। সূত্রের খবর ম্যাপ বদল এবং ভারতের বিরুদ্ধে আস্ফালন নিয়ে ইতিমধ্যেই ওলির পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে।

নেপালের আস্ফালন

নেপালের আস্ফালন

লাদাখে চিন আস্ফালন শুরু করার পরেই নেপালেও ওলি সরকারও ভারতের বিরুদ্ধে বেসুরো গাইতে শুরু করে। ভারত থেকে করোনা ছড়িয়েছে বলে প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন নেপালেন প্রধানমন্ত্রী ওলি। এমনকী ভারত নেপালের তিনটি জায়গায় জোর করে দখল করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। এর পরেই বিহারে নেপাল সীমান্তে গুলি চালায় নেপাল বাহিনী। তাতে ভারতের এক নাগরিকের মৃত্যুও হয়।

নেপালের ম্যাপ বদল

নেপালের ম্যাপ বদল

কয়েকদিন আগে তড়িঘরি সংসদের অধিবেশন ডেকে দেশের মানচিত্র বদল করেছেন ওলি সরকার। তাতে ভারতের কালাপানি সহ আরও দুটি এলাকাকে সংযুক্ত করা হয়েছে। ওলি সরকারের এই পদক্ষেপের পরেও ভারত নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়েছিল। যদিও উত্তরাখণ্ড এবং বিহারের সীমান্ত বন্ধ করে দিয়েছে নেপাল।

English summary
Nepal PM is in presser as communist party to panel met Olis residence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X