For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানচিত্রেই ভারত থেকে কালাপানি ছিনিয়ে নিতে উদ্যোগী ওলি! চিনের উস্কানিতে কল্পনার রাজ্যে নেপাল

Google Oneindia Bengali News

নেপাল সংসদে কালাপানিকে নিজেদের অংশ হিসাবে দেখিয়ে নতুন মানচিত্র সংক্রান্ত প্রস্তাব পেশ হতে চলেছে এই সপ্তাহের শেষে। এনটাই জানিয়েছে ভারত সরকারের বিদেশমন্ত্রকের একটি সূত্র। দুই দিন আগেই মানচিত্র সম্পর্কিত একটি সংবিধানের সংশোধনী আইন পাশ হয়। এর ভিত্তিতেই এবার নতুন মানচিত্র প্রকাশ করতে চেয়ে বিল পেস করা হবে নেপালের সংসদে।

নেপাল ও ভারতের সম্পর্ক তলানিতে

নেপাল ও ভারতের সম্পর্ক তলানিতে

সীমান্ত সংঘাতের জেরে নেপাল ও ভারতের সম্পর্ক অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। উত্তরাখণ্ডে কালাপানিস লিপুলেখ সহ একাধিক এলাকার দাবি নিয়ে নেপাল ভারতের ভূখণ্ডকে নিজের বলে সংঘাতে জড়িয়েছে কাঠমান্ডু।

নেপালের প্রধানমন্ত্রী ওলির হুমকি

নেপালের প্রধানমন্ত্রী ওলির হুমকি

নেপালের সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে, ওলি বলেন , ভারত ভুয়ো তথ্য দেখিয়ে মানচিত্রে নেপালের অংশকে নিজের বলে দাবি করছে। এক্ষেত্রে কালি নদী ঘিরে ভুয়ো তথ্য় দেখাতে শুরু করেছে দিল্লি, বলে দাবি নেপালের। নেপালের দাবি, এই কালি নদী তাদের অংশ, যেখানে ভারত নিজের সেনা বসিয়ে রেখেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে দাবি করেন, ভারত থেকে এই জমি তাঁরা ফেরত নিয়ে ছাড়বেন।

ওলির হুমকির টাইমিং

ওলির হুমকির টাইমিং

প্রসঙ্গত, এই হুমকি এমন একটা সময়ে এল যখন, লাদাখ নিয়ে শান্তি আলোচনা চালাতে থাকলেও চিন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসি-তে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন ভারত-চিন সেনার স্ট্যান্ড অফ চলছিল লাদাখে। তবে এই পরিস্থিতি এবার ভারতের উত্তর-পূর্বেও দেখা দিতে পারে।

ভারতকে কোণঠাসা করতে চিন নেপালকে হাতিয়ার করেছে

ভারতকে কোণঠাসা করতে চিন নেপালকে হাতিয়ার করেছে

ভারতকে কোণঠাসা করতে চিন নেপালকে হাতিয়ার করে এগোচ্ছে। তাই ভারত নেপালে যা বিনিয়োগ করেছে তার থেকে বেশি আর্থিক বিনিয়োগ চিন করেছে নেপালে। নেপালের মোট এফডিআই-এর ৪২ শতাংশই চিনের থেকে। তাছাড়া চিনের একটি সিমেন্ট কারখানাও নেপালে তৈরি হচ্ছে। যার জেরে আপাতত নেপাল চিনের ইশারাতেই নাচতে বাধ্য হচ্ছে।

<strong>লাদাখের অশান্ত পরিস্থিতি ছড়াচ্ছে অন্যত্র! এবার উত্তরপূর্বের সীমান্তেও সেনা বাড়াচ্ছে চিন</strong>লাদাখের অশান্ত পরিস্থিতি ছড়াচ্ছে অন্যত্র! এবার উত্তরপূর্বের সীমান্তেও সেনা বাড়াচ্ছে চিন

English summary
Nepal parliament to vote on new map in land dispute with India regarding kalapani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X