For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে ধাক্কা প্রতিবেশী রাষ্ট্রের! ভারতীয় টাকায় নিষেধাজ্ঞা জারি

ভারতীয় মুদ্রায় নিষেধাজ্ঞা নেপালে। নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট যেন তাঁরা ব্যবহার না করেন। বলা ভাল বলা হয়েছে ১০০ টাকার ওপরের কোন নোট নিজেদের কাছে না রাখতে

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় মুদ্রায় নিষেধাজ্ঞা নেপালে। নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট যেন তাঁরা ব্যবহার না করেন। বলা ভাল বলা হয়েছে ১০০ টাকার ওপরের কোন নোট নিজেদের কাছে না রাখতে।

মোদীকে ধাক্কা প্রতিবেশী রাষ্ট্রের! ভারতীয় টাকায় নিষেধাজ্ঞা জারি

নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা জানিয়েছেন, সরকারের তরফে জন সাধারণকে ভারতের নোটে নিষেধাজ্ঞা নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ১০০ টাকা ওপরে এই নোট বাতিলের কথা জানানো হয়েছে।

গত ১০ মাসে কমপক্ষে ২,৬০,১২৪ জন ভারতীয় পর্যটক নেপালে গিয়েছিলেন। তবে প্রতিবেশী রাষ্ট্রে এই সংখ্যাটা সামনের কয়েক মাসে আরও বাড়বে বলেই অনুমান ছিল।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ভারতের যেসব পর্যটক নেপালে আসেন, তাঁরা টাকা খরচ করেন নেপালে। ফলে নেপাল সরকার কোনও সিদ্ধান্ত ঘোষণার আগে এই সব বিষয়গুলিকে নজরে দেওয়া উচিত। এই সিদ্ধান্তে নেপালের পর্যটন এবং অর্থনৈতিক বৃদ্ধিতে আঘাত লাগবে বলে অনুমান করছেন অনেকেই। যদি ভারতীয় পর্যটকরা নেপালে না যান তাহলে তা নেপালের অর্থনৈতিক বৃদ্ধিতে প্রভাব পড়বে।

স্থানীয় ও বাসিন্দা আরও বলেন, নেপাল ও ভারত সরকার দুদেশের সম্পর্ক মজবুত করার কথা বলেন। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত দুদেশের ওপরেই প্রভাব ফেলবে।

পৃথিবীর দশটি উঁচু পর্বতের মধ্যে নটিই নেপালে অবস্থিত। ফলে পর্যটনের ওপরই প্রবল ভাবে নির্ভরশীল নেপাল। বৈদেশিক মুদ্রাও আয় হয় এই পর্যটন থেকেই।

১০ ডিসেম্বরের ক্যাবিনেট বৈঠকে এই নোট বাতিলের সিদ্ধান্তে কথা জানানো হয়েছে। বলা হয়েছে নেপালবাসী যেন ভারতীয় ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট নিজেদের কাছে না রাখেন কিংবা বহন করেন।

English summary
Nepal has banned Indian currency of Rs 2000, Rs 500 and Rs 200, may impact tourism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X