For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বন্ধু নেপালের এলাকাও দখল করে নিচ্ছে চিন! ফের ভারতের শরণে আসবে ওলির দেশ?

Google Oneindia Bengali News

নেপাল সীমানায় প্রবেশ করে তিব্বতের দিকে রাস্তা বাড়াচ্ছে চিন। একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, ভবিষ্যতে সেখানে আউটপোস্ট বসাতে পারে চিন। এমন আশঙ্কা করা হচ্ছে নেপাল সরকারের তরফেও।

নেপালের ৩৩ হেক্টর জমি দখল চিনের

নেপালের ৩৩ হেক্টর জমি দখল চিনের

একটি রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিব্বতের দিকে রাস্তা বাড়ানোর কাজ করছে চিন। মোট ১১ জায়গা দিয়ে রাস্তা বাড়ানোর কাজ শুরু হয়েছে। যার মধ্যে ১০টি জায়গায় কমপক্ষে ৩৩ হেক্টর জমি রয়েছে নেপালের। নেপালের সীমানা লঙ্ঘন করে ওই জমি দখল করে রাস্তা তৈরির কাজ করছে চিন। নেপাল সরকারের তরফে আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে সেখানে আউটপোস্ট বসাতে পারে চিন সেনা।

নদী ও উপনদীর গতিপথ পরিবর্তন করছে চিন

নদী ও উপনদীর গতিপথ পরিবর্তন করছে চিন

তিব্বতের দিকে চিন রাস্তার কাজ করায় বেশ কয়েকটি নদী ও উপনদীর গতিপথ পরিবর্তন হয়েছে৷ পথ পরিবর্তন করে ধীরে ধীরে নেপাল সীমানার দিকে এগোচ্ছে সেগুলি। ফলে, নেপালের বেশ কিছু অংশ ধীরে ধীরে কমে যাচ্ছে। এই অবস্থায় দিল্লির সঙ্গে তিক্ততা কমিয়ে ফের ভারতের সঙ্গে সম্পর্ক মধুর করা হবে কী না, তা নিয়ে ধন্দে কাঠমান্ডু।

নেপালের অনেক অংশ তিব্বতের দিকে চলে যাবে

নেপালের অনেক অংশ তিব্বতের দিকে চলে যাবে

আর কিছুদিন যদি এভাবে নদী ও উপনদীগুলি পথ পরিবর্তন করতে থাকে তাহলে নেপালের অনেক অংশ তিব্বতের দিকে চলে যাবে। এমনটাই খবর একটি সংবাদসংস্থা সূত্রে৷ এদিকে নেপালের ১১ হেক্টর জমি তিব্বতে পড়ছে৷ এই দাবি করে ওই জমি চেয়ে বসেছে চিন৷

লাদাখেও সম্প্রতি ভারত-চিন সেনার সংঘর্ষ হয়

লাদাখেও সম্প্রতি ভারত-চিন সেনার সংঘর্ষ হয়

প্রসঙ্গত, সাম্প্রতিককালে চিন তার সীমান্তবর্তী অধিকাংশ দেশের দিকে আগ্রাসন নীতি নিয়ে চলছে৷ লাদাখেও সম্প্রতি ভারত-চিন সেনার সংঘর্ষ হয়৷ তাতে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান৷ এর পাশাপাশি হংকংয়ের উপর নিয়ন্ত্রণ আনতে হংকং সিকিউরিটি ল নামে নতুন আইন এনেছে চিন৷

<strong>যুদ্ধ, শান্তি না বয়কট! লাদাখে চিনের নৃশংসতার বদলে কী চাইছেন ভারতীয়রা? উঠে এল ওয়ানইন্ডিয়ার সমীক্ষায়</strong>যুদ্ধ, শান্তি না বয়কট! লাদাখে চিনের নৃশংসতার বদলে কী চাইছেন ভারতীয়রা? উঠে এল ওয়ানইন্ডিয়ার সমীক্ষায়

English summary
Nepal alleged China encroached 33 hectares land amid PLA's Stand off in Ladakh with India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X