For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশে ডাক্তারি পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা শেষ ৫ বছরে দ্বিগুণ হয়েছে

বিদেশে ডাক্তারি পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা শেষ ৫ বছরে দ্বিগুণ হয়েছে

  • |
Google Oneindia Bengali News

ইউক্রেনের যুদ্ধ ভারতের জন্য বড় 'আইওপেনার' কাজ করছে৷ খারকিভে ইতিমধ্যেই রাশিয়ান গোলাগুলিতে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে৷ যুদ্ধরত ইউক্রেন থেকে বড় সংখ্যায় ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসতেও বেগ পেতে হচ্ছে ভারতকে৷ এরকম অবস্থায় দেশের ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (এনবিই) জানাচ্ছে যে ২০১৫ থেকে ২০২০ এই পাঁচবছরে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়া ছাত্রের সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে ভারতে৷

বিদেশে ডাক্তারি পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা শেষ ৫ বছরে দ্বিগুণ হয়েছে

তথ্য বলছে বিগত পাঁচ বছরে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস পরীক্ষা (FMGE) নেওয়া প্রার্থীদের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ভারতে চিকিৎসা করার লাইসেন্স পাওয়ার জন্য বিদেশ থেকে এমবিবিএস পড়ে আসা ছাত্রছাত্রীদের ফরেন মেডিকেল গ্রাজুয়েটস নামের একটি পরীক্ষায় বসতে হয়৷ এমবিবিএস ডিগ্রির জন্য বিদেশে পড়তে যাওয়া সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক এই পরীক্ষা৷ এটি পরিচালনা করে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন। এনবিই-র দেওয়া তথ্য বলছে ২০১৫ সালে ১২১১৬ জন মেডিকেল গ্র্যাজুয়েট বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে এই পরীক্ষায় বসেছিলেন। যেটা ২০২০ সালে বেড়ে ৩৫৭৭৪ হয়েছে৷ উল্লেখযোগ্যভাবে ভারতে একই সময়ে প্রায় ৩০ হাজার নতুন মেডিকেল আসন যোগ হয়েছে৷ এফএমজিই বছরে দুবার এনবিই দ্বারা পরিচালিত হয় এবং বিদেশী ডিগ্রী সহ স্নাতকরা এটি পাশ করার জন্য মোট তিনবার চেষ্টা করতে পারেন।

এনবিই-র দেওয়া তথ্য আরও বলছে প্রতিবছর এফইমজি-এর জন্য উপস্থিত স্নাতকদের বেশিরভাগই চিন, রাশিয়া, ইউক্রেন, কিরগিজস্তান, ফিলিপিন্স এবং কাজাখস্তানে পড়াশোনা করেছেন। ২০২০ সালে, চিনের বিশ্ববিদ্যালয়গুলি থেকে ১২৬৮০ জন চিকিৎসাশাস্ত্রে স্নাতক এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এছাড়াও ২০২০ সালেই রাশিয়া থেকে ৪৩১৩জন, ইউক্রেন থেকে ৪২৫৮ জন, কিরগিজস্তান থেকে ৪১৫৬ জন, ফিলিপাইনের ৩১৪২জন এবং কাজাখস্তান থেকে ২৩১১ জন স্নাতক হয়েছে৷

প্রসঙ্গত গত পাঁচ বছরে, এফএমজিই পরীক্ষার গড় পাসের ১৫.৮১ শতাংশ হয়েছে। এর মধ্যে ইউক্রেন থেকে স্নাতকদের পাসের সংখ্যা ১৭.২২ শতাংশ। শেষ কয়েক বছরে শীর্ষস্থানীয় দেশগুলির তুলনায় ভারতীয়দের মধ্যে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের প্রবণতা বেড়েছে৷ উদাহরণস্বরূপ, ২০১৫ সালে ফিলিপিন্স থেকে ডিগ্রী নেওয়া মেডিকেল স্নাতকদের সংখ্যা প্রায় দশগুণ বেড়েছে। একজন সিনিয়র ডাক্তার যিনি পূর্বে এনবিই-র সঙ্গে কাজ করেছেন তিনি জানিয়েছেন, ফিলিপিন্স থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতকরা লাইসেন্স পরীক্ষায় অন্যান্য দেশের তুলনায় ভাল পারফর্ম করছেন৷ তাই ফিলিপিন্সল পড়তে যাওয়া জনপ্রিয় হচ্ছে বলে জানিয়েছেন। ২০২০ সালে ফিলিপিন্স থেকে পাশ করা ৩৩.৭ শতাংশ প্রার্থী এফএমজিই পাশ করেছিল। ২০১৯ সালে এই সংখ্যাটায় ৫০.২ শতাংশে পৌঁছেছে৷

English summary
NBE reports that the number of students going abroad to study medicine has doubled in the last five years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X