কাশ্মীর ইস্যুতে ফের আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হতে চলেছে পাকিস্তান
ইসলামাবাদ, ১৬ জানুয়ারি : সুইটজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড ইকোনামিক ফোরামের বার্ষিক সভায় যোগ দেওয়ার আগে,ফের একবার কাশ্মীর ইস্যুকে নিয়ে নিজেদের পরিকল্পানার ছক সাজিয়েছে পাকিস্তান। সূত্রের খবর , কাশ্মীরের বিষয়ে ভারত নাক গলাচ্ছে ও সেখানে ভারত মানবাধিকার লঙ্ঘন করছে' এমন সমস্ত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হতে চলেছে নওয়াজ সরকার।
সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি , পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রাষ্ট্রসংঘের মহাসচিব ও অন্যান্য আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে বসতে চলেছেন। আগামীকালই সুইটজারল্যান্ডের এই শহরে অনুষ্ঠিত হতে চলেছে এই বাষির্ক সভা। সভাকে ঘিরে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

খবর, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে একজোট করতে শরিফের এই উদ্যোগ। এর আগে, এমাসের শুরুতেই রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রতিনিধি মলিহা লোধি কাশ্মীর ইস্যুটি রাষ্ট্রসংঘের মাহাসচিবের কাছে তুলে ধরেন । এবিষয়ে মহাসচিবকে কিছু নথি দেওয়া হয় বলেও খবর। এরপরই ভারত- পাক সম্পর্কের উন্নতি ও দুদেশের শান্তি রক্ষার্থে, রাষ্ট্র সংঘের তরফে মধ্যস্থতার রাজী হন তিনি।
আগেও রাষ্ট্রসংঘের সভায় কাশ্মীর ইস্যুতে ভারকে কোণঠাসা করবার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। একধাপ এগিয়ে ভারতীয় সেনার এনকাউন্টারে মৃত জঙ্গি বুরহান ওয়ানির প্রশংসাও করেন সেখানে। তবে তখন সে সমস্ত চেষ্টাতেই জল ঢেলেছে ভারত।