For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নওয়াজ শরিফ মোদীকে প্রত্যুত্তর দেন না, আমি দিই: হাফিজ সঈদ

গত সোমবার আখনুরের সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। ফের একবার ভারতীয় সেনার ওপর হামলার দায় সদর্পে স্বীকার করল বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সঈদ।

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ১৩ই জানুয়ারি :গত সোমবার আখনুরের সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। ফের একবার ভারতীয় সেনার ওপর হামলার দায় সদর্পে স্বীকার করল বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সঈদ।

এর আগে উরিতে ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার দায়ও একইভাবে স্বীকার করে সে।২৬/১১ এর মুম্বই হামলার মূল চক্রান্তকারী তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ পাকিস্তানে দাঁড়িয়ে জোর গলায় এদিন জানায়, 'মোদী সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছিলেন, আর আমি তাকে প্রত্যুত্তর পাঠালাম। নওয়াজ শরিফ মোদীকে প্রত্যুত্তর দেন না, আমি দি।'

নওয়াজ শরিফ মোদীকে প্রত্যুত্তর দেন না, আমি দিই: হাফিজ সঈদ

চার জন পাকিস্তানি মুজাহিদ্দিন সেদিন ভারতীয় সেনার উপর সফলভাবে এই হামলা চালিয়েছে, পাকিস্তানের মুজাফ্ফরাবাদে জামাত-উদ-দাওয়ার এক সভায় সর্বসমক্ষে একথা ঘোষণা করতে থাকে লস্কর-ই -তৈবার প্রধান মুখ সঈদ। সে আরও দাবি করে, জঙ্গিরা ভারতীয় সেনার ক্যাম্পে ঢুকে, ১০টি ক্যাম্পকে শেষ করে দেয়। খুন করা হয় ৩০ জন ভারতীয় সেনাকে। এটিকে পাকিস্তানের উপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা বলেও এদিন আখ্যা দেয় জামাত প্রধান।

মূলত,এই লস্কর সংগঠনটিই জামাত-উদ-দাওয়ার ছাতার তলায় থেকে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ করে আসছে বলে অভিযোগ । সেই অভিযোগে শক্তিধর আমেরিকার সিলমোহর পড়লেও, পাক সরকার সমান তালে হাফিজ সঈদকে নিজের দেশে স্বাধীন আশ্রয় দিয়ে চলেছে। তাঁর বিরুদ্ধে দুহাজার আটে মুম্বই হামলায় ১৬৬ জনকে হত্য়া করবার অভিযোগও রয়েছে। পাকিস্তান তাকে কিছুদিনের জন্য গৃহবন্দি করে রাখলেও, তারপর তাকে মুক্তি দেয় লাহোর হাইকোর্ট।

English summary
“Modi also talked about a surgical strike, I had replied to Modi. Nawaz Sharif doesn’t reply to Modi, I reply to Modi, by the grace of God. And he (Modi) only accepts my reply, not the reply of anyone else' said Hafiz saed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X