For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৮ মুম্বই হামলা করেছিল পাক জঙ্গিরাই, অবশেষে স্বীকার নওয়াজ শরিফের

অপসারিত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অবশেষে স্বীকার কেই নিলেন যে সেদেশের জঙ্গিরাই ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা ঘটিয়েছিল। ২৬ নভেম্বরের সেই হামলায় শতাধিক মানুষের প্রাণ গিয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

অপসারিত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অবশেষে স্বীকার কেই নিলেন যে সেদেশের জঙ্গিরাই ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা ঘটিয়েছিল। ২৬ নভেম্বরের সেই হামলায় শতাধিক মানুষের প্রাণ গিয়েছিল। পাকিস্তানি জঙ্গি আজমল কাসভকে জীবিত ধরে ভারত মৃত্যুদণ্ডও দিয়েছে। তা সত্ত্বেও পাকিস্তান এতদিন তা স্বীকার করেনি। তবে এবার সেদেশের সর্বোচ্চ নেতৃত্বে থাকা শরিফই এই ঘটনার দায় স্বীকার করে নিলেন।

স্বীকার শরিফের

স্বীকার শরিফের

পাকিস্তানের ডন খবরের কাগজে নওয়াজের একটি সাক্ষাতকার প্রকাশিত হয়েছে। সেখানে শরিফ এর দায় স্বীকার করে জানিয়েছেন, তিনি মনে করেন, এমন হামলা এড়ানো যেতে পারে।

বিচ্ছিন্ন পাকিস্তান

বিচ্ছিন্ন পাকিস্তান

এই হামলার পরে পাকিস্তান যে সারা বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাও নওয়াজ শরিফ স্বীকার করে নিয়েছেন। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে বলে যে বুলি আওড়াচ্ছে, তা বিশ্বের কোনও দেশ আর বিশ্বাস করে না বলেও স্বীকার করে নিয়েছেন নওয়াজ।

সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন

সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন

নওয়াজ বলেছেন, বিচ্ছিন্নতাবাদী শক্তি ও সংগঠনগুলি সচল রয়েছে। তাদের সুবিধে করে দিয়ে সীমান্ত পেরিয়ে শতাধিক মানুষকে হত্যা করার লাইসেন্স কি পাকিস্তানের দেওয়া উচিত? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। কেন পাকিস্তানের আইন-আদালত দোষীদের শাস্তি দিতে পারছে না, সেই প্রশ্নও তুলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

ভারতে হামলা পাক জঙ্গিদের

ভারতে হামলা পাক জঙ্গিদের

২০০৮ সালের মুম্বই হামলার পরই ভারত সমস্ত তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়ে জানিয়েছিল, পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা এই হামলার পিছনে রয়েছে। সেই হামলায় ১৬৬ জনের প্রাণ যায়। দশজন জঙ্গি মিলে একসঙ্গে হামলা চালায়।

হাফিজ সঈদের নাম বলেননি শরিফ

হাফিজ সঈদের নাম বলেননি শরিফ

যদিও নওয়াজ শরিফ মুম্বই হামলার পিছনে দায়ী হাফিজ মহম্মদ সঈদ অথবা মৌলানা মাসুদ আজহারের নাম দেননি। অথবা তিনি লস্কর বা জঈশের মতো জঙ্গি সংগঠনের নাম নেননি। এই দুই জঙ্গি সংগঠনই গত এক দশকে ভারতে প্রায় সবকটি জঙ্গি হামলা ঘটিয়েছে। আর তাতে মদত দিয়েছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই।

English summary
BJP and CPM criticizes Mamata Banerjee regarding her allegation on conspiracy to murder. CM Mamata Banerjee complains that she can be murdered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X