For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এডেন উপসাগরে জলদস্যুর আক্রমণ থেকে ভারতীয় জাহাজকে রক্ষা করল রণতরী আইএনএস ত্রিশূল

রণতরী আইএনএস ত্রিশূল ভারতীয় জাহাজ 'জগ অমর'-কে জলদস্যুদের হাত থেকে রক্ষা করল।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় নৌসেনার ব্যবহৃত রণতরী আইএনএস ত্রিশূল ভারতীয় জাহাজ 'জগ অমর'-কে জলদস্যুদের হাত থেকে রক্ষা করল। ঘটনাটি ঘটেছে এডেন উপসাগরে। হেলিকপ্টারে মেরিন কম্যান্ডোদের পাঠিয়ে ভারতীয় নৌসেনা এই অপারেশন চালিয়েছে।

জলদস্যু থেকে ভারতীয় জাহাজকে রক্ষা রণতরী আইএনএস ত্রিশূলের

জানা গিয়েছে, ৪ হাজার টনের আইএনএস ত্রিশূল চেতক হেলিকপ্টার ও মেরিন কম্যান্ডোদের নিয়ে অপারেশন চালায়। ভারতীয় পণ্যবাহী জাহাজ জগ অমর থেকে সূচনা যাওয়ার পরই সেনা পাঠানো হয় আইএনএস ত্রিশূল থেকে।

পণ্যবাহী জাহাজে ২৬জন ভারতীয় ছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ হামলা হয়। জলদস্যুরা জাহাজ আক্রমণ করবে বলে প্রস্তুত হলেও ততক্ষণে নৌসেনা তাদের ঘিরে ফেলে। ফলে জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

জলদস্যুদের কাছ থেকে এতটি একে ৪৭ রাইফেল, ২৭ রাউন্ড ম্যাগাজিন ও লুঠ করার অন্যান্য সামগ্রী যেমন মই, জ্বালানি ড্রাম, দড়ি ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। সবকিছু বাজেয়াপ্ত করার পর নিরস্ত্র করে জলদস্যুদের মাঝ সমুদ্রে নৌকায় ছেড়ে দেওয়া হয়। পণ্যবাহী জাহাজ জগ অমর সৌদি আরবের দিকে যাচ্ছিল। সেদিকে রওনা দেয়।

আফ্রিকার পূর্ব উপকূলে বরাবরই জলদস্যুরা আক্রমণ করে। এই আদেন উপসাগর বাব-এল-মান্দেব প্রণানীর মাধ্যমে লোহিত সাগরে গিয়ে মিশেছে। এর একদিকে রয়েছে সোমালিয়া, ইথিওপিয়ার মতো দেশ, অন্যদিকে রয়েছে ইয়েমেন। এই দেশগুলি থেকে বরাবরই জলদস্যুরা সমুদ্রে আক্রমণ করে।

English summary
Navy warship INS Trishul prevents pirate attack on Indian ship in Gulf of Aden
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X