For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজছে যুদ্ধের দামামা, রাশিয়াকে প্রতিহত করতে তৈরি হচ্ছে ন্যাটো

বাজছে যুদ্ধের দামামা, রাশিয়াকে প্রতিহত করতে তৈরি হচ্ছে ন্যাটো

Google Oneindia Bengali News

রাশিয়া ক্রমে চাপ বাড়াচ্ছে ইউক্রেনের উপর। এমন অবস্থায় ন্যাটো জোটও এবার সেনাবাহিনী নিয়ে তৈরি হচ্ছে। ইতিমধ্যেই তারা জাহাজ, যুদ্ধবিমান নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ব ইউরোপীয় শক্তিকে প্রতিহত করার জন্য। এমনটাই খবর সূত্রের।

বাজছে যুদ্ধের দামামা, রাশিয়াকে প্রতিহত করতে তৈরি হচ্ছে ন্যাটো

ন্যাটোর সাধারণ জেমস সম্পাদক জেন্স্টলে ন্যাটো তার পূর্ব অংশকে শক্তিশালী করা সহ সমস্ত মিত্রদের শক্তিদের রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সবসময় আমাদের নিরাপত্তা পরিবেশের যে কোনো আক্রমনের পাল্টা জবাব দেবে'

"
ডেনমার্ক ইতিমধ্যেই বাল্টিকে যুদ্ধবিমান পাঠাবে বলে ঠিক করে নিয়েছে। স্পেন নৌবাহিনীর পাঠাতে শুরু করে দিয়েছে। নেদারল্যান্ডস জাহাজ ও স্থলনাহিনী তৈরি করে রেখে দিয়েছে।

আসলে ইউক্রেন দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন রাশিয়া। এমনটাই দাবি আমেরিকার। রাশিয়া এই দাবি মানতে রাজি না হলেও আমেরিকা মনে করছে যে কোনও মুহূর্তে ইউক্রেন হামলা করতে পারে পুতিনের সৈন্যরা। আর তা নিয়েই উদ্বিগ্ন পশ্চিমী দেশগুলি। ইউক্রেনের সীমানা ঘিরে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এবং রাশিয়া। তবে রাশিয়ার সঙ্গে সংস্কৃতিক যোগ রয়েছে ইউক্রেনের। সেখানে বহু মানুষ রাশিয়ার ভাষাতেই কথা বলেন। রাশিয়ার অভিযোগ ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সখ্যতা বাড়িয়ে চলেছে। ন্যাটোতেও তারা যোগ দিতে চলেছে। এতেই ক্ষুব্ধ রাশিয়া। এদিকে ইউক্রেন যাতে ন্যাটোতে না যোগ দেয় সেই বিষয়টি তারা দেখতে বলেছিল। রাশিয়ার এই আর্জি নাকচ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন। এতেই ক্ষোভ বেড়েছে রাশিয়ার।

পশ্চিমী দেশগুলির গোয়েন্দা আধিকারিকরা বলছেন

সোভিয়েত প্রজাতন্ত্রের পূর্ব দিকে লক্ষাধিক সৈন্যের জমায়েত হয়েছে। তাঁদের আশঙ্কা, ২০১৪ সালের ক্রিমিয়ার যেমন হানা দিয়েছিল রাশিয়া ফের সেরকম কিছুই করতে পারে তারা। তাই পশ্চিমী দেশগুলি ও মস্কোর মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। লাভের লাভ কিছু হয়নি। এলাকা থেকে সরেনি রাশিয়া সৈন্য।

English summary
NATO sends ships and fighter jets to enhance eastern Europe defence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X