For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসার মহাকাশযান কেপলারের নজরে এবার ‘ভ্যাম্পায়ার’ সদৃশ নক্ষত্র মণ্ডলী

নাসার মহাকাশযান কেপলারের নজরে এবার ‘ভ্যাম্পায়ার’ সদৃশ নক্ষত্র মণ্ডলী

  • |
Google Oneindia Bengali News

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসর অন্যতম কর্মদক্ষ মহাকাশযান গুলির মধ্যে একটি কেপলার। এবার কেপালার মহাকাশ যানের নজরেই মহাকাশের একটি ভ্যাম্পায়ার স্টার সিস্টেম।

নাসার মহাকাশযান কেপলারের নজরে এবার ‘ভ্যাম্পায়ার’ সদৃশ নক্ষত্র মণ্ডলী

এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ্য যে নাসার কেপলার মহাকাশযানটি তৈরিই করা হয় মহাকাশের গহীন গলি ঘুঁজিতে ঘুরে বিভিন্ন নক্ষত্রের অভিমুখ লক্ষ্য করে সৌরজগতের মতো নতুন নক্ষত্রমন্ডলীর সন্ধান চালানো। নাসা সূত্রে খবর, এই নতুন নক্ষত্রমন্ডলীতে একটি সাদা বামন নক্ষত্রের সাথে একটি বাদামী বামন নক্ষত্রও রয়েছে। যদিও নাসার বিজ্ঞানীদের অনুমান সাদা বামন নক্ষত্রটির বয়স প্রায় সূর্যের সমান। আকার পৃথিবীর কাছাকাছি।

নাসা আরও জানায়, “ বাদামী নক্ষত্রটি সাদা নক্ষত্রটিকে ৮৩ মিনিটে একবার প্রদক্ষিণ করে এবং এদের মধ্যে দূরত্ব প্রায় ৪ লক্ষ মাইল। ঠিক যেমনটা পৃথিবী ও চাঁদের দূরত্ব। সাদা নক্ষত্রটির মাধ্যাকর্ষণ শক্তিও প্রবল। এবার এর প্রভাবেই একপ্রকার সাদা নক্ষত্রটির চারপাশে বাদামী নক্ষত্রটি প্রদক্ষিণ করে চলেছে। ওই নক্ষত্রটি যেনো বাদাম নক্ষত্রটির যাবতীয় উপাদান রক্তচোষা বাদুড় বা ভ্যম্পায়েরের মতো চুষে চলেছে।”

এদিকে কয়েকদিন আগেই পৃথিবীর প্রায় সম আকৃতির অপর একটি গ্রহের সন্ধান পায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূত্রের খবর, সোমবার নাসার পক্ষ থেকে গোল্ডিলকস জোনে অবস্থিত এই 'টি ওআই ৭০০ ডি' নামের গ্রহটির বিষয়ে জানানো হয়। নাসা সূত্রে খবর, এই অনুসন্ধানের পিছনেও রয়েছে কেপলারের অবদান।

'শাহিনবাগ মুক্ত দিল্লি' র দাবিতে ভোট প্রচারে কোন বার্তা অমিতের! পাল্টা তোপ আপ শিবিরের 'শাহিনবাগ মুক্ত দিল্লি' র দাবিতে ভোট প্রচারে কোন বার্তা অমিতের! পাল্টা তোপ আপ শিবিরের

English summary
nasa spacecraft kepler finds vampire star constellation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X