For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চন্দ্রযান ২' -এর 'বিক্রম'কে জাগিয়ে তুলতে এই মঙ্গলবারই আসরে নামছে নাসা! এবার 'অরবিটার' এর খেল

ইসরো-র চন্দ্রাভিযানের অন্যতম স্তম্ভ বিক্রম ল্যান্ডারের সাড়া পেতে মরিয়া গোটা ভারত। চন্দ্রযান ২ এর এই ল্যান্ডারের বার্তা একবার ইসরো পেলেই চাঁদ ছোঁয়ার তৃপ্তি পেতে পারবে ১৩০ কোটির দেশ।

  • |
Google Oneindia Bengali News

ইসরো-র চন্দ্রাভিযানের অন্যতম স্তম্ভ বিক্রম ল্যান্ডারের সাড়া পেতে মরিয়া গোটা ভারত। চন্দ্রযান ২ এর এই ল্যান্ডারের বার্তা একবার ইসরো পেলেই চাঁদ ছোঁয়ার তৃপ্তি পেতে পারবে ১৩০ কোটির দেশ। আর সেই দিকে তাকিয়ে এবার ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো-রর পাশে দাঁড়াচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।

কোমর বেঁধে নামছে নাসা

কোমর বেঁধে নামছে নাসা

চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রম ঠিক কী অবস্থায় রয়েছে , তার খোঁজ করতে এবার ইসরো-র সঙ্গে হাতে হাত মিলিয়ে ময়দানে নামছে নাসা। মঙ্গলবারই নারা-র অরবিটার এলআরও বিক্রমের অবস্থানের ছবি তুলবে বলে খবর। আর সেই ছবি নাসা-র তরফে ইসরো-র কাথে পাঠানো হবে।

ইসরো-র শেষ আপডেট

ইসরো-র শেষ আপডেট

ইসরো-র তরফে সর্বশেষ তথ্যে জানানো হয়েছিল, সমস্ত রকমের চেষ্টা সত্ত্বেও ইসরো-র তরফে কিছুতেই যোগাযোগ করা যাচ্ছে না ল্যান্ডার বিক্রমের সঙ্গে। এরপর নাসা-র অরবিটার বিক্রম ল্যান্ডারের কাছে 'হ্যালো ' বার্তা পাঠায়। যদিও তাতেও সারা দেয়নি বিক্রম।

নাসা-র নীতি

নাসা-র নীতি

জানা গিয়েছে, মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা 'নাসা'র 'এল আর ও' অরবিটারের পাঠানো তথ্য সকলেই পেতে পারেন। আর 'ফ্লাই ওভার ইমেজারি' র ছবি নাসা-র অরবিটারের মাধ্যমে নেওয়া হবে। এরপর ভারতের ইসরো-র কাছে তা পাঠানো হবে । পাশাপাশি, নাসা-র সাইটে তা 'শেয়ার'ও করা হবে বলে খবর।

<strong>[মুকুলের জন্যই বঙ্গে বিজেপির সাফল্য, দিলীপের সামনেই ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের]</strong>[মুকুলের জন্যই বঙ্গে বিজেপির সাফল্য, দিলীপের সামনেই ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের]

[মোদীর জন্মদিন উদযাপন করতে চান! হোয়াটসঅ্যাপে এসে গেল চমকপ্রদ সুযোগ][মোদীর জন্মদিন উদযাপন করতে চান! হোয়াটসঅ্যাপে এসে গেল চমকপ্রদ সুযোগ]

English summary
Nasa's Orbiter to fly over Vikram Landing site on tuesday, ISRO on high expectation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X