মরণোত্তর সম্মান! নাসার মহাকাশযানের নামকরণ হচ্ছে কল্পনা চাওলার নামে
নাসার হাত ধরে এবার মহাকাশেও অমর হয়ে থাকতে চলেছে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর নাম। সূত্রের খবর, নাসার এনজি -১৪ সিগনাস মহাকাশযানটির নাম রাখা হচ্ছে কল্পনা চাওলার নামে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইআইএস) এরপর থেকে এই মহাকাশ যানের মাধ্যমেই প্রয়োজনীয় রসদ পাঠানো হবে বলে জানা যাচ্ছে।

এয়রোস্পেস সংস্থা নর্থরোপ গ্রুমেন কর্পোরেশনের তরফেও এই কথার মান্যতা দেওয়া হয়েছে বলে খবর। তাদের সিগনেস স্পেসক্রাফ্টের নাম হতে চলেছে কল্পনার নামানুসারে। প্রয়াত ভারতীয় মহাকাশচারীকে সম্মানজ্ঞাপনের উদ্দেশ্যেই তাদের এই সিদ্ধান্ত। একটি সাম্প্রতিক ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে নাসা।
এদিকে কল্পনার নামাঙ্কিত এই মহাকাশযানটি আগামী ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেবে বলে জানা যাচ্ছে। এদিকে ২০০৩ সালের ১লা ফেব্রুয়ারি ছয় সঙ্গীর সঙ্গে মহাকাশ অভিযানের সময় ভয়াবহ দুর্ঘটনার সময় প্রাণ হারান আদপে হরিয়ানার মেয়ে কল্পনা। মিশন সফল করে ফেরার পথে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরেই ভেঙে পড়ে কল্পনাদের মহাকাশযান। পরে টেক্সাস থেকে উদ্ধার হয় মহাকাশ যাত্রীদের দেহাবশেষ।
ট্রাম্পের নির্বাচনী প্রচারে মোদী যোগ! আমেরিকায় ভোট প্রচারে পদ্ম শিবিরের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা