For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মহাকাশেও সাইবার অপরাধ, তদন্ত শুরু করল নাসা

অপরাধ পৌঁছে গিয়েছে অন্তরীক্ষেও। তদন্তের ভার পড়েছে নাসার হাতে। এই মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রের মহাকাশচারিনীর অ্যান ম্যাকক্লেইনের বিরুদ্ধে মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাক্তন সঙ্গিনীর ব্যাঙ্ক অ্যাউন্

Google Oneindia Bengali News

অপরাধ পৌঁছে গিয়েছে অন্তরীক্ষেও। তদন্তের ভার পড়েছে নাসার হাতে। এই মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রের মহাকাশচারিনীর অ্যান ম্যাকক্লেইনের বিরুদ্ধে মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাক্তন সঙ্গিনীর ব্যাঙ্ক অ্যাউন্টের নজরদারি চালানোর অভিযোগ রয়েছে। অ্যানের প্রাক্তন সঙ্গিনী সামার ওয়ারডেন অভিযোগ করেছেন, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে আর্থিক তথ্য হাতিয়ে নিয়েছেন। এমনকী বেআইনি ভাবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজরদারিও চালানো হয়েছে বলে অভিযোগ।

এবার মহাকাশেও সাইবার অপরাধ, তদন্ত শুরু করল নাসা

নাসার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে জুন মাসেই পৃথিবীতে ফিরেছেন অ্যান। বিবাহ বিচ্ছেদের পরেও কোন অধিকারে অ্যান এঅই নজরদারি চালিয়েছেন গোপনে তা নিয়ে নাসার কাছে অভিযোগ করেছেন সামার‌। সেই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে নাসা। যদিও অ্যানের আইনজীবী দাবি করেছেন সামারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করেছিলেন মাত্র অ্যান। এর বাইরে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। যখন তাঁরা একসঙ্গে ছিলেন সেসময় অর্জিত টাকা ঠিক আছে কিনা সেটাই খতিয়ে দেখেছেন অ্যান। সেই টাকা থেকে কিছু বিল মেটাতে চেয়েছিলেন অ্যান। সেই বিল মেটানোর মতো পর্যাপ্ত টাকা রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছিল।

তবে কোনও টাকা সরানো না হলেও অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতানোও অপরাধ বলে দাবি করেছেন সামার‌।

English summary
NASA is investigating what may be the first crime committed in outer space
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X