এলিয়ানের হদিশ পেয়েছে নাসা! শনির উপগ্রহে প্রাণের সন্ধানে স্পেসক্র্যাফট পাঠানোর নয়া পরিকল্পনা
এলিয়ানের সন্ধান পেয়ে গিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা! এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। গবেষণা চালিয়ে নাসা শনির এক উপগ্রহে এলিয়ানের সন্ধান মিলতে পারে বলে জানিয়েছে। শনিগ্রহের ষষ্ঠ উপগ্রহ আবিষ্কারে নেমে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহে প্রাণ থাকতে পারে। প্রাণের সন্ধান মিললে স্পষ্ট হবে এই গ্রহের বাসিন্দারা সবাই এলিয়ান।

এনসিলাডাস উপগ্রহে সত্যই কি আছে এলিয়ানরা
নাসা জানিয়েছে, এই নতুন উপগ্রহের নাম এনসিলাডাস। এই উপগ্রহে এখন সত্যই এলিয়ানরা রয়েছে কি না, তা নিশ্চিত হতে চাইছেন বিজ্ঞানীরা। নাসা এই সম্ভাবনায় জোর দিয়েছে তাদের নয়া গবেষণায়। ইতিমধ্যেই তাঁরা এমন কিছু উপসর্গ পেয়েছেন, যা তাঁদের এই ভাবনা ভাবাচ্ছে।

উপগ্রহে উষ্ণপ্রস্রবণ ও সমুদ্রের নীচে বরফের ভূপৃষ্ঠ
বিজ্ঞানীরা জানান, এই উপগ্রহে উষ্ণপ্রস্রবণ রয়েছে। আর এই উপগ্রহে সমুদ্রের তলায় রয়েছে বরফের ভূপৃষ্ঠ। তাই এই উপগ্রহে প্রাণ থাকলেও থাকতে পারে। তবে কোনও মানুষ নন, এই উপগ্রহে থাকতে পারে এলিয়ান। তবে এই বিষয়ে এখনই কোনও সঠিক ও বিশ্বাসযোগ্য বার্তা দিতে পারছে না নাসা।

উপগ্রহে পাঠানোর জন্য স্পেসক্র্যাফট তৈরির চেষ্টা
নাসা সূত্রে জানা গিয়েছে, উপগ্রহটির আয়তন প্রায় ৩১০ মাইল। এখন এই এনসিলাডাস উপগ্রহে পাঠানোর জন্য স্পেসক্র্যাফট তৈরির পরিকল্পনা করা হয়েছে। নাসা এই কাজে বেশ কিছু পুঁজিপতিদের সংযোগ করে এগোতে চাইছে। এই স্পেসক্র্যাফটে মাইক্রোস্কোপ থাকবে, যা উপগ্রহে থাকা যে কোনও প্রাণীকেই খুব সহজেই চিহ্নত করতে পারবে।
[ মমতার সরকারের ভাসান 'অষ্টমী'তেই! দুর্গাপুজোর উদাহরণ টেনে ব্যাখ্যা দিলেন মুকুল ]