For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহস্পতির চাঁদে বাস্পের হদিশ পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা

ভিন গ্রহে জলের সন্ধান নাসার নতুন নয়। চাঁদ থেকে প্লুটো সর্বত্র জলের সন্ধান চালিয়ে যাচ্ছে নাসা। এবার বৃহস্পতির চাঁদ ইউরোপাতে বাস্পের সন্ধান পেল নাসার যান।

Google Oneindia Bengali News

ভিন গ্রহে জলের সন্ধান নাসার নতুন নয়। চাঁদ থেকে প্লুটো সর্বত্র জলের সন্ধান চালিয়ে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার বৃহস্পতির চাঁদ ইউরোপাতে বাস্পের সন্ধান পেল নাসার যান। জল না থাকলে বাস্প থাকবে কী করে। তাই জলের অস্তিত্ব নিয়ে নতুন করে আশা জাগাচ্ছে এই বাস্প। নাসার বিজ্ঞানীরা মনে করছেন বরফের পুরু আস্তরণের নীচে রয়েছে জল। এর সঙ্গে সঙ্গে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও দেখছেন বিজ্ঞানীরা।

 নাসার বিবৃতি

নাসার বিবৃতি

নাসার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, জল যে রয়েছে তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপার আকাশে বাস্পের হদিশই বলে দিচ্ছে বরফের পুরু আস্তরণে আসলে হিমবাহের আকারে রয়েছে।

চাঁদে জলের অস্তিত্ব

চাঁদে জলের অস্তিত্ব

এর আগে চাঁদেও জলের অস্তিত্ব ছিল বলে দাবি করেছিল নাসা। চাঁদে একাধিক নদী খাতের সন্ধান পেয়েছিল নাসার যান। কিন্তু জলের অস্তিত্ব নিয়ে এখনও পর্যন্ত সুনিশ্চিত হতে পারেনি তারা। তবে কোনও একসময়ে যে চাঁদে জল ছিল সেটা সুনিশ্চিত করে জানিয়েছে তারা। ইউরোপার এই বাস্পের হদিশ চাঁদে চলের অস্তিত্বের সন্ধানে নাসার বিজ্ঞানীদের সাহায্য করবে বলে জানানো হয়েছে।

ইউরোপায় নয়া সন্ধান

ইউরোপায় নয়া সন্ধান

গ্রহে প্রাণের অস্তিত্বের জন্য যে গুলির প্রয়োজন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস এবং সালফেট সেগুলির মধ্যে অক্সিজেনের উপস্থিতি সবচেয়ে বেশি জরুরি। আর বাস্পের অস্তিত্ব বলে দিচ্ছে হাইড্রোজেনও রয়েছে সেখানে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, যে পরিমান বাস্পের হদিস ইউরোপায় পাওয়া গিয়েছে তাতে নিমেষে একটি অলিম্পিক মাপের সুইমিং পুল ভরে ফেলতে পারে।

English summary
NASA found Vaper on Jupiter's moon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X