For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথিবীর আকৃতির অপর একটি গ্রহের সন্ধান নাসার, রয়েছে জলের উপস্থিতিও

পৃথিবীর আকৃতির অপর একটি গ্রহের সন্ধান নাসার, রয়েছে জলের উপস্থিতিও

  • |
Google Oneindia Bengali News

পৃথিবীর প্রায় সম আকৃতির অপর একটি গ্রহের সন্ধান পেলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূত্রের খবর, সোমবার নাসার পক্ষ থেকে গোল্ডিলকস জোনে অবস্থিত এই 'টি ওআই ৭০০ ডি' নামের গ্রহটির বিষয়ে জানানো হয়।

পৃথিবীর আকৃতির অপর একটি গ্রহের সন্ধান নাসার, রয়েছে জলের উপস্থিতিও


এই প্রসঙ্গে নাসার কর্মকর্তা পল হের্টজ বলেন, কিছুদিন আগেই টিইএসএস নামের একটি গ্রহানুসন্ধানী নভোযান পাঠানো হয় মহাকাশে। বর্তমানে তার মাধ্যমেই একটি নিকটতম নক্ষত্রের কাছে এই গ্রহের খোঁজ পেয়েছে মহাকাশ বিজ্ঞানীরা।

নাসা সূত্রে খবর, নতুন সন্ধান পাওয়া এই গ্রহটি প্রায় পৃথিবীর সম আকৃতির। এই নতুন গ্রহটির জলবায়ু ও পরিবেশ বসবাসের উপযোগী বলেও নাসার পক্ষ থেকে বলা হয়েছে। নতুন এই গ্রহটিতে জলের অস্তিত্ব রয়েছে বলেও অনুমান বিজ্ঞানীদের। পৃথিবী থেকে প্রায় ১০০ আলোক বর্ষ দূরে এই নতুন গ্রহটির অবস্থান বলে জানা যাচ্ছে।

বিগত কয়েক বছরে বেশ কয়েকবার গ্রহানুসন্ধানী কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে পৃথিবীর মতো দেখতে বেশ কয়েকটি গ্রহের খোঁজ পাওয়া গিয়েছিলো বলে জানায় নাসা। তবে ২০১৮ সালে নাসার তরফে মহাকাশে পাঠানো নভোযান টিইএসএস এই প্রথম কোনও গ্রহের সন্ধান দিলো বলে জানা যাচ্ছে।

English summary
NASA discovered another planet Earth-shaped in the Goldilocks Zone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X