For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্লুটো নিয়ে বিতর্কের মৃত্যু নেই, ফের বামন গ্রহ থেকে পূর্ণাঙ্গ গ্রহের তকমা প্লুটোর

১৩ বছর আগে গ্রহের মর্যাদা হারিয়ে বামন গ্রহে রূপান্তরিত হয়েছিল প্লুটো। সেই হারানো মর্যাদা ফিরে এল আবার। আবার প্লুটোকে সৌরমণ্ডলের নবম গ্রহ হিসেবে ধরা হবে।

Google Oneindia Bengali News

প্লুটো নিয়ে বিতর্কের মৃত্যু নেই। আবহমানকাল ধরে চলে আসছে বিতর্ক। এক দশক আগে প্লুটো গ্রহের তকমা হারিয়েছিল। আবার সেই তকমা ফিরে পাচ্ছে সৌরমণ্ডলের নবম গ্রহটি। ১৩ বছর আগে গ্রহের মর্যাদা হারিয়ে বামন গ্রহে রূপান্তরিত হয়েছিল প্লুটো। সেই হারানো মর্যাদা ফিরে এল আবার। আবার প্লুটোকে সৌরমণ্ডলের নবম গ্রহ হিসেবে ধরা হবে।

প্লুটো গ্রহের মর্যাদা হারিয়েছিল

প্লুটো গ্রহের মর্যাদা হারিয়েছিল

২০০৬ সালে প্লুটো তার গ্রহের মর্যাদা হারিয়ে বসে। প্রকাশিত গ্রহের সংজ্ঞার সমস্ত শর্ত পুল্টো তখব পুরণ করতে পারেনি। গ্রহের সংজ্ঞার প্রাথমিক শর্তই পূরণ করতে ব্যর্থ হয় প্লুটো। গ্রহের নিজস্ব কক্ষপথ থাকতেই হবে। তখন প্লুটোর কোনও নিজস্ব কক্ষপথ ধরা পড়েনি। ফলে প্লুটো হারিয়েছিল গ্রহের মর্যাদা।

বামন গ্রহ নয়, প্লুটো একটি পূর্ণ গ্রহ

বামন গ্রহ নয়, প্লুটো একটি পূর্ণ গ্রহ

তখন প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এতদিন পর এসে নাসার অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন নিশ্চিত করেই বলেন প্লুটো একটি গ্রহ। নাসা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই তিনি একথা বলেন। তিনি জানান প্লুটো বামন গ্রহ নয়, প্লুটো একটি পূর্ণ গ্রহ। তিনি ফের প্লুটোকে গ্রহ হিসাবে ঘোষণা করেন।

গ্রহ হিসেবে প্লুটোর যাবতীয় গুণাবলী রয়েছে

গ্রহ হিসেবে প্লুটোর যাবতীয় গুণাবলী রয়েছে

তিনি বলেন, একটি গ্রহ হিসেবে প্লুটোর যাবতীয় গুণাবলী রয়েছে। প্লুটোর নিজত্ব কক্ষপথও রয়েছে। সেইসময় প্লুটোর কক্ষপথে প্রভাব বিস্তার করেছিল নেপচুন। সেই কারণে প্লুটোর কক্ষপথ নিরূপণ করা যায়নি। প্লুটো আবিষ্কার হয়েছিল ১৯৩০ সালে।

১৩ বছর পর ফের গ্রহের স্বীকৃতি

১৩ বছর পর ফের গ্রহের স্বীকৃতি

সেই ১৯৩০ সাল থেকে সৌরমণ্ডলের নবম গ্রহ হিসেবে স্বীকৃতি লাভ করে আসছে প্লুটো। ২০০৬ সালে এসে বলা হল প্লুটো গ্রহ নয়, বামন গ্রহ। ফলে নয়ে ‘নবগ্রহ' আপাতত ভুল বলে পর্যবসিত হল। তারপর ২০১৯-এ ১৩ বছর পর ফের গ্রহের স্বীকৃতি মেলায় এতদিনের ভুল ঠিক বলে গণ্য হল।

সূর্যের সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করতে পারেনি প্লুটো

সূর্যের সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করতে পারেনি প্লুটো

প্লুটো আবিষ্কারের পর দীর্ঘ সময় কেটে গিয়েছে। কিন্ত এতদিনে এখনও সূর্যের সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করতে পারেনি প্লুটো। কারণ প্লুটোনিয়াম বছর হল ২৪৭.৬৮ বছর। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৭ বছর লাগবে। সবে তো ৭৯ বছর হয়েছে আবিষ্কারের পর।

<strong>[আরও পড়ুন: 'মোদীকে বলতে চাই আমাদের সেনা তৈরি..'! কাশ্মীর ইস্যুতে ইমরানের নয়া তোপ]</strong>[আরও পড়ুন: 'মোদীকে বলতে চাই আমাদের সেনা তৈরি..'! কাশ্মীর ইস্যুতে ইমরানের নয়া তোপ]

[আরও পড়ুন: মোদীর নাম নিতেই পাক মন্ত্রীর দেহে খেলে গেল 'বিদ্যুৎ'! ভাইরাল ভিডিও ][আরও পড়ুন: মোদীর নাম নিতেই পাক মন্ত্রীর দেহে খেলে গেল 'বিদ্যুৎ'! ভাইরাল ভিডিও ]

English summary
NASA Administrator declared Pluto a planet once again, Pluto is not a dwarf planet. A decade ago the cosmic body was downgraded to Pluto as a dwarf planet,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X