For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ কাঠমাণ্ডু-তে মোদী-হাসিনা বৈঠক, বাংলাদেশের আসন্ন নির্বাচনে কতটা মাইলেজ পাবেন হাসিনা

আজ থেকে কাঠমাণ্ডুতে শুরু হয়ে যাচ্ছে বিমস্টেক সম্মেলন। বিমস্টেকের মধ্যে রয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত-সহ ৭টি দেশ।

Google Oneindia Bengali News

আজ থেকে কাঠমাণ্ডুতে শুরু হয়ে যাচ্ছে বিমস্টেক সম্মেলন। বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টারাল টেকনিক্যাল অ্য়ান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের মধ্যে রয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত-সহ ৭টি দেশ। এরা হল ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এই সম্মেলনের ফাঁকেই আজ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হিমালয়ের স্বর্গরাজ্যে আজ মহা গুরুত্বপূর্ণ বৈঠক

জানা গিয়েছে সন্ধ্যা ৬.৪৫টায় এই বৈঠক হওয়ার কথা। ডিসেম্বরে সাধারণ নির্বাচন বাংলাদেশে। তার আগে এই বৈঠক শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ারের পক্ষে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, এই বৈঠকে শক্তিক্ষেত্রে-র সরবরাহ নিয়ে এক অতি সদর্থক আলোচনার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে শক্তিক্ষেত্রের খামতি রয়েছে। যার জন্য বড় বড় শিল্প বিকাশে বেশকিছু অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরেই ভারতের সহযোগিতায় সে দেশের শক্তিক্ষেত্রকে চাঙ্গা করার একটা প্রক্রিয়া চলছে। কিন্তু, তাতেও এখন পর্যন্ত বাংলাদেশের শক্তিক্ষেত্রে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই মোদীর সঙ্গে বৈঠকে আজ হাসিনার আলোচনা সদর্থক হলে সেখানে নতুন কিছু ঘোষণার আশা করা হচ্ছে। এমনটা হলে বাংলাদেশের আসন্ন নির্বাচনে হাসিনাকে বাড়তি মাইলেজ দিতে পারে।

বিমস্টেকের এই সম্মেলনে সদস্য দেশগুলিরমধ্যে বিদ্যুৎ সরবারহের গ্রিড ইন্টারকানেকশন- ব্যবস্থা নিয়ে একটি মউ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বিমস্টেকে ভুক্ত দেশগুলির মধ্যে শক্তি কেনা-বেচার এক সহজ রাস্তা তৈরি হবে। ক্রস-কান্ট্রি এই এনার্জি গ্রিড-এর রূপায়ণ এখন শুধুই কতগুলো স্বাক্ষরের অপেক্ষায় বলেই দাবি করা হচ্ছে।

বিমস্টেকের কূটনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, এই মউ-এর ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে শক্তিক্ষেত্রকে অতি দক্ষতার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার করতে সক্ষম হবে। বাংলাদেশের বিদেশমন্ত্রকের এক আধিকারিকের কথায়, এই মউ স্বাক্ষকরের বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে।

এবারের বিমস্টেক সম্মেলনের মূল থিম হল উন্নত, বিকাশশীল এবং শান্তিপূর্ণ ও স্থায়ী বে অফ বেঙ্গল রিজিয়ন গড়ে তোলা। ১৯৯৭ সালে বিমস্টেক তৈরি হলেও ২০০৪ সালে এর প্রথম সম্মেলন হয়েছিল। ১৪টি ক্ষেত্রকে প্রায়োরিটি সেক্টরের মর্যাদা দেওয়া হয়েছে বিমস্টেকের অ্যাজেন্ডায়। যার উপরে পারস্পারিক আদান-প্রদানের মাধ্যমে এক উন্নত-অর্থনৈতিক অঞ্চল গড়ার লক্ষ্য নিয়েছে বিমস্টেক।

English summary
7 nation BIMSTEC Summit is starting from today. Prime Minister Narendra Modi is alraedy in Kathmadu. He has a schedule to meet Sheikh Hasina today's evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X