For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Narendra Modi in US: ভারতে 5G তে বিপ্লব ঘটাতে চায় Qualcomm! মোদীকে জানেন কী প্রতিশ্রুতি দিলেন Adobe CEO?

একদিকে জো বাইডেনের বৈঠক অন্যদিকে সফরের প্রথমদিনেই বিভিন্ন সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত ভারতে বিনিয়োগ টানতে মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।

  • |
Google Oneindia Bengali News

'ইতিবাচক বৈঠকে'র মধ্যে দিয়ে মার্কিন সফর শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনদিনের সফরে মার্কিন মুলুকে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফর সবদিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

একদিকে জো বাইডেনের বৈঠক অন্যদিকে সফরের প্রথমদিনেই বিভিন্ন সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত ভারতে বিনিয়োগ টানতে মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উওস্থিত ছিলেন কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিকসের মতো সংস্থার সিইওরা। বৈঠকে ভারতের একাধিক সেক্টরে বিনিয়োগে গারহ দেখিয়েছেন সংস্থা কর্তারা।

ফাইভ জি সেক্টরে কাজ করতে চান কোয়ালকম

ফাইভ জি সেক্টরে কাজ করতে চান কোয়ালকম

এদিন কোয়ালকম কর্তার সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক হয় প্রধানমন্ত্রী মোদীর। বৈঠক শেষে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিষয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, Talking technology... কোয়ালকম কর্তা আমনের সঙ্গে প্রযুক্তিগত বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ভারতে প্রচুর কাজের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মোদী। কোয়ালকম কর্তাও ভারতের মাটিতে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন। ফাইভ জি সহ একাধিক সেক্টরে কোয়ালকম কর্তা আমন আগ্রহ প্রকাশ করেছেন বলে টুইটে উল্লেখ প্রধানমন্ত্রীর।

কি জানিয়েছেন কোয়ালকম কর্তা!

কি জানিয়েছেন কোয়ালকম কর্তা!

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে কোয়ালকম সিইও ক্রিস্টিয়ানো আমন জানিয়েছেন, ৫জি সহ একাধিক ক্ষেত্রে ভারতে কাজ করবেন তাঁরা। ডিজিটাল বিপ্লব ঘটাতে নেওয়া হবে উদ্যোগ। তাঁর মতে, একদিনে যেমন ভারতের বাজার গুরুত্বপূর্ণ, অন্যদিকে রফতানির একটা বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে ভারত। তবে ফাইভ জি নয়, ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের একাধিক বিষয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন ওই কর্তা। এমনকি বিদ্যুৎ সেক্টরেও তাঁরা কাজ করতে পারেন বলে ইঙ্গিত।

Adobe CEO সঙ্গেও বৈঠকে মোদী

Adobe CEO সঙ্গেও বৈঠকে মোদী

অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণের সঙ্গেও দীর্ঘক্ষণ ওয়ান টু ওয়ান বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেও ভারতের বিনিয়োগের প্রসঙ্গ উঠে আসে। এছাড়াও বিভিন্ন বিষয় সামনে আসে। বলা প্রয়োজন, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ ভারতীয় বংশদ্দভুত। ফলে তাঁর ভারতের প্রতি আবেগ রয়েছে। ফলে ভারতের ৭৫ তম স্বাধীনতার বর্ষে দেশের জন্য কাজে ভূমিকা নিতে চান তিনি। অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণের সঙ্গে আলাপচারিতায় মোদী ভারতের প্রত্যেক শিশুর কাছে যাতে স্মার্ট এডুকেশন পৌঁছে যায় সেই প্রসঙ্গ ওঠে। করোনা পরিস্থিতিতে যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই অবস্থায় দেশের সব শিশুর হাতে ভিডিয়ো ও আ্যানিমেশন পৌঁছে দেওয়া নিয়ে অ্যাডোব কাজ করবে বলেও মোদীকে জানিয়েছেন শান্তনু।

English summary
Narendra Modi in US: Qualcomm CEO says that he is keen to work in the field of 5G in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X