For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ববাসীর নজরে মোদী! ভারত-মার্কিন ফোরামের লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী

ভারত-মার্কিন ফোরামের লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যেও ভারত-মার্কিন কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাত ৯টায় মার্কিন-ভারত কৌশলগত অংশীদারি ফোরামের (ইউএসআইএসপিএফ) তৃতীয় শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে চলেছেন মোদী।

রাত ৯ টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই ভাষণে মোদী

রাত ৯ টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই ভাষণে মোদী

সূত্রের খবর, আজ রাত ৯ টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই ভাষণ দেবেন মোদী। এই প্রসঙ্গে এদিন তিনি একটি টুইটও করেন। সেখানে তিনি ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের টুইটটি রিটুইট লেখেন "আজ রাতেই আমি ভারত-আমেরিকা সম্পর্কের নতুন চ্যালেঞ্জ নিয়ে চিন্তাভাবনা করব। রাত ৯ টায় সরাসরি লাইভে যোগ দিন।"

চলছে পাঁচ দিনের সম্মেলন

চলছে পাঁচ দিনের সম্মেলন

গত ৩১শে অগাস্ট থেকে শুরু হয়েছে 'ইউ-ইন্ডিয়া উইক: নেভিগেটিং নিউ চ্যালেঞ্জেস' শীর্ষক সপ্তাহব্যাপী এই পাঁচ দিনের সম্মেলন। এদিকে গত মঙ্গলবারই ইউএসআইএসপিএফ-র আয়োজকেরা এই সম্মেলনে মোদীর ভাষণ দেওয়ার কথা জানান। সোমবার আলোচনায় উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।

মূল আলোচ্য বিষয় কি কি ?

মূল আলোচ্য বিষয় কি কি ?

ভারত-আমেরিকার পারস্পরিক সমঝোতা, , স্বাস্থ্য ও প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, কৌশলগত শক্তির বিকাশ সহ বিভিন্ন বিষয়ে এই সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে মঙ্গলবার ওই শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল রেল এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলও।

আর কোন কোন বিষয়ে উঠে আসতে পারে ?

আর কোন কোন বিষয়ে উঠে আসতে পারে ?

এছাড়াও এবারের শীর্ষ সম্মেলনে বৈশ্বিক উত্পাদন কেন্দ্রে পরিণত হওয়ার ক্ষেত্রে ভারতের ক্ষমতা, ভারতের গ্যাস বাজারে সুযোগ, ভারতে বিদেশি লগ্নি টানার ক্ষমতা, প্রযুক্তিগত শিক্ষায় সাধারণ মানুষের সুযোগ, প্রযুক্তি-অর্থনৈতিক সমস্যা এমনকি জনস্বাস্থ্যের বিষয়েও এই সম্মেলনেই আলোচনা হওয়ার কথা রয়েছে বলে খবর।

লাদাখে সংঘাতের আবহে 'ফিঙ্গার ফোর' কার দখলে! ক্রমেই ফাঁস শক্ত করছে ভারত লাদাখে সংঘাতের আবহে 'ফিঙ্গার ফোর' কার দখলে! ক্রমেই ফাঁস শক্ত করছে ভারত

English summary
narendra modi in the eyes of the world the prime minister is scheduled to address the indo us forum leadership summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X