For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্যারিসে গণপতি বাপ্পার রব উঠবে এবার ', প্রবাসী ভারতীয়দের সম্মেলনে করতালির ধুম মোদীর ভাষণে

প্রবাসী ভারতীয়দের সম্মেলনে করতালির ধুম মোদীর ভাষণে

  • |
Google Oneindia Bengali News

দেশের মধ্যে অভ্যন্তরীণ বিকাশ নিয়ে একাধিক বক্তব্য রাখার পাশাপাশি 'দুর্নীতি' থেকে ' রাজনৈতিকপরিবার তন্ত্র ' নিয়েও বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারত-ফ্রান্স সম্পর্ক নিয়েও বক্তব্যের মধ্যে 'ইনফ্রা' শব্দটি ব্যাখ্যা করে সভাস্থলে উপস্থিত ব্যক্তিত্বদের মন জয় করে নেন নরেন্দ্র মোদী। প্যারিস নিবাসী ভারতীয়দের সাংস্কৃতিক বিচরণ প্রসঙ্গে গণপতি পুজোর প্রসঙ্গ টেনে একাধিক বক্তব্য রাখেন মোদী।

'ভ্রষ্টাচার.... আরে চুপ কেন হয়ে গেলেন আপনারা'

'ভ্রষ্টাচার.... আরে চুপ কেন হয়ে গেলেন আপনারা'


দারিদ্রতা দূরীকরণ নিয়ে বলতে গিয়ে মোদী স্টার্ট আপের প্রসঙ্গ তোলেন। এরপরই তিনি বলেন 'ভ্রষ্টাচার'.. বলেই খানিকক্ষণ থেমে যান মোদী! এরপর মজার ছলে প্রশ্ন করেন 'কেন চুপ করে গেলেন?.. চিন্তা করবেন না আপনাদের পর্যন্ত আসতে হবে না। আমরা সেই সব জায়গাতেই যাই যেখানে দরকার পড়ে।..' মোদীর এই বক্তব্যেই আরও জোরালো
হয় করতালি।

কংগ্রেস সহ বিরোধীদের খোঁচা

এদিনের বক্তব্যে তিনি বলেন, নতুন সরকার তৈরি হওয়ার ৭৫ দিন হয়েছে মাত্র তার মধ্যেই অনেক উন্নয়ন হয়েছে। কয়েকটি বড়বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক যোজনার কথা দেশে কিভাবে চালু হয়েছে সেই সম্পর্কে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে মোদী নাম না করে কংগ্রেস সরকারের ১০০ দিনের পূর্তি অনুষ্ঠান পালনকে কটাক্ষ করেন মোদী। এপ্রসঙ্গে পরিবারতন্ত্র বাদ, সন্ত্রাসবাদ, 'ভাই-ভাতিজা' বাদেরও সমালোচনায় মুখর হন প্রধানমন্ত্রী।

ভারত-ফ্রান্স সম্পর্ক

এদিন ফ্রান্সের সঙ্গে ভারতের অটুন বন্ধনের প্রসঙ্গে মোদী একাধিক বক্তব্য রাখেন। তার মধ্যেই উঠে আসে 'ইনফ্রা' অর্থাৎ ইন্ডিয়া ও ফ্রান্সের সম্পর্কের কথা। এবিষয়ে তিনি ফ্রান্সে বিমান দুর্ঘটনায় হোমি ভাবার মৃত্যুর ঘটনাকেও স্মরণ করেন। আর সেই মর্মে ফ্রান্স সেই সময় থেকে কিভাবে যোগ্য বন্ধুর মতো পাশে থেকেছিল তাও উল্লেখ করে মোদী।

গণপতি বাপ্পার বোল প্য়ারিসে

এদিন প্রবাসী ভারতীয়দের সম্মেলনে মোদী বলেন, যেভাবে ভারতবাসীরা ফ্রান্সে থেকেও সেখানের সংস্কৃতি ও আইনকে সমাদর করছেন তেমনই আবার ভারতীয় সংস্কৃতিকেও ধরে রাখছেন, তাতে এবার প্যারিসে জোরদারভাবে উঠবে 'গণপতি বাপ্পা'র বোল! তিনি জানান, প্যারিসে গণেশ পুজো যেন 'মিনি ইন্ডিয়া'র চেহারা নেয়।

English summary
Narendra Modi hails indian culture and India in Paris. PM Narendra Modi in Paris: Today in the 21st century we talk of INFRA. I would like to say that for me it is IN+FRA, which means the alliance between India and France.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X