For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ফের 'ভার্চুয়াল সার্জিক্যাল স্ট্রাইক' বেজিংয়ে! চিনকে দুরমুশ করতে প্রধানমন্ত্রী বড় সিদ্ধান্ত

মোদীকে দু' চক্ষে সহ্য করতে পারছে না চিন!দিল্লির 'ভার্চুয়াল সার্জিক্যাল স্ট্রাইক'এর পর চিন যা করে বসল

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান হাড়ে হাড়ে জানে , ভারতের সার্জিক্যাল স্ট্রাইক কী জিনিস! আর প্রযুক্তিতে উন্নত চিনকে মোদী ভার্চুয়াল সার্জিক্যাল স্ট্রাইকে কুপোকাত করেছেন। চিনের ৫৯ টি অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এদিকে, লাদাখেও চিনের সেনাকে চূড়ান্ত জবাব দিয়েছে মোদীর নেতৃত্বাধীন ভারত। এমন অবস্থায় মোদী যেন চিনের কাষে দু'চক্ষের বিষ! অমন এক আবহে প্রধানমন্ত্রী মোদী নিয়ে ফেললেন বড় পদক্ষেপ।

 ওয়েবো থেকে সরল মোদীর অ্যাকাউন্ট!

ওয়েবো থেকে সরল মোদীর অ্যাকাউন্ট!

টুইটারের মতোই আরও একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে , যার নাম ওয়েবো। এবার সেই অ্যাকাউন্টে থাকা মোদীর প্রোফাইল হঠাৎই উধাও হয়ে গিয়েছে চিনে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, প্রধানমন্ত্রী চিনের সোশ্যাল মিডিয়া মাইক্রোব্লগিং সাইট থেকে নিজের অ্যাকাউন্ট তুলে নিয়েছেন।জানা গিয়েছে, দেশে এই চিনা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় এমন পদক্ষেপ নেন মোদী। এভাবেই তিনি চিনা পণ্য প্রত্যাহারের নয়া রাস্তা দেশকে দেখাচ্ছেন, বলে খবর।

 ওয়েবো অ্যাকাউন্ট ও মোদী

ওয়েবো অ্যাকাউন্ট ও মোদী

ওয়েবোতে ২০১৫ সালে প্রথম অ্যাকাউন্ট খোলা হয় মোদীর জন্য। সেই বছর চিনের সফরের আগে, মোদীর প্রচারের জন্য অ্যাকাউন্টটি খোলা হয়। এরপর তাতে ২৪৪০০০ জন ফলোয়ার যোগ দেন । এমনই এক জনপ্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে চিন।

 আর কী করেছে চিন ?

আর কী করেছে চিন ?

উল্লেখ্য, সাম্প্রতিক তিনটি ভারত সরকারের পর পর সিদ্ধান্তের ঘোষণা চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপ উইচ্যাটে ছিল। সেগুলিও ডিলিট করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর একটি বক্তব্যও সেখানে ছিল , তাও ডিলিট করে দিয়েছে চিন।

চিনের পদক্ষেপ

চিনের পদক্ষেপ

চিনের তরফে একের পর এক তোপ পাল্টা ভারতকেও দেওয়া হচ্ছে। চিনের সমস্ত জায়গায় ভারতীয় ওয়েবসাইটের ভিপিএন বন্ধ করা হয়েছে বলে খবর। ফলে চিনে খুলছে না কোনও ভারতীয় ওয়েবসাইট।

 চিন যা করে চলেছে

চিন যা করে চলেছে

ভারত নির্দিষ্ট নির্দেশিকা দিয়ে সাফ বার্তায় চিনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করে। অন্যদিকে, চিন নিঃসাড়ে কাউকে কিছু না জানিয়ে ভারতীয় ওয়েবসাইটগুলির ভিপিএন বন্ধ করে দিয়েছে।

নেপালের কোণঠাসা প্রধানমন্ত্রীকে উস্কানি ইমরানের! ভারতের বিরুদ্ধে বড় গেমপ্ল্য়ানে ইসলামাবাদ,বেজিংনেপালের কোণঠাসা প্রধানমন্ত্রীকে উস্কানি ইমরানের! ভারতের বিরুদ্ধে বড় গেমপ্ল্য়ানে ইসলামাবাদ,বেজিং

English summary
Narendra Modi's Weibo account goes blank in China as Beijing gets defeated in Virtual War
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X