For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন সফর শেষ করে নরেন্দ্র মোদী পৌঁছলেন দেশে

Live মার্কিন সফরে নরেন্দ্র মোদী: কূটনৈতিক বিশ্বের নজর পর পর বৈঠকের দিকে

  • |
Google Oneindia Bengali News

একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে, আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশে তালিবানের ছোবল, তারই মাঝে এবার মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাষ্ট্রসংঘের সাধারণ সভা থেকে শুরু করে কোয়াড দেশভূক্ত রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদী। এছাড়াও হাইভোল্টেজ মোদী- বাইডেন বৈঠক এই সপ্তাহেই আয়োজিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে। এই পরিস্থিতিতে রীতিমতো তুঙ্গে রয়েছে বিশ্বের কূটনৈতিক উত্তেজনা। একনজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আফগানিস্তান সফরের সমস্ত রকমের লাইভ আপডেট।

মার্কিন সফরে নরেন্দ্র মোদীর লাইভ আপডেট একনজরে

Newest First Oldest First
12:19 PM, 26 Sep

মার্কিন সফর শেষ করে নরেন্দ্র মোদী পৌঁছলেন দেশে।
7:30 AM, 26 Sep

দেশের পথে রওনা প্রধানমন্ত্রী মোদী।
6:58 PM, 25 Sep

নির্ভিক হয়ে এগিয়ে যাও! রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তুলে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
6:56 PM, 25 Sep

রাষ্ট্রসংঘকে নিজের যোগ্যতা টিকিয়ে রাখতে হলে শক্ত হাতে কাজ করতে হবে। আফগানিস্তানের পরিস্থিতি অনেক প্রশ্ন তুলে দিয়েছে।
6:55 PM, 25 Sep

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী।
6:54 PM, 25 Sep

ওখানকার মহিলা, সংখ্যালঘুদের সাহায্য প্রয়োজন, আমাদের এগিয়ে আসতে হবে
6:54 PM, 25 Sep

আফগানিস্তানের মাটি সন্ত্রাসবাদের জন্য যেন ব্যবহার না হয়। অথবা কোনও দেশ যেন সেখানকার অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা না করে, সতর্ক করলেন মোদী
6:53 PM, 25 Sep

আত্মনির্ভর ভারত নিয়ে কি বলছেন মোদী?
6:52 PM, 25 Sep

যে দেশ সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তাদের বুঝতে হবে যে সন্ত্রাসবাদ তাদেরও বিপদ ডেকে আনবে। নাম না করে আফগানিস্তান-পাকিস্তানকে হুশিয়ারি মোদীর
6:51 PM, 25 Sep

regressive thinking and extremism বাড়ছে। প্রোগ্রেসিভ ও সায়েন্স বেসড থিঙ্কিংকে উৎসাহ দিতে হবে, জানালেন মোদী
6:50 PM, 25 Sep

জলবায়ু পরিবর্তনের জন্যে একগুচ্ছ পদক্ষেপ ভারতের। বিশ্বের সবথেকে বড় green hydrogen hub তৈরি হচ্ছে বলে জানালেন মোদী।
6:50 PM, 25 Sep

আত্মনির্ভর ভারতের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশের উৎপাদনে জোড় দিতেই আত্মনির্ভর ভারতের কথা বিশ্বের সামনে তুলে ধরলেন মোদী
6:47 PM, 25 Sep

ভারত আরও একবার যে সমস্ত দেশের ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে সেখানে রফতানি করবে, অধিবেশনে ঘোষণা মোদীর।
6:46 PM, 25 Sep

মোদীর বক্তব্যে ডিএনএ ভ্যাকসিনের কথা। বিশ্বের প্রথম এই ভ্যাকসিনের আবিষ্কার ভারত করে ফেলেছে বলে দাবি মোদীর
6:45 PM, 25 Sep

ভারতীয় প্রগতি হলে বিশ্বের বিকাশে অগ্রগতি হয়। অধিবেশণে বললেন মোদী। প্রযুক্তি এবং বিজ্ঞানের কথা তুলে ধরলেন মোদী
6:43 PM, 25 Sep

মোদীর বক্তব্যে ভারতের বিকাশের কথা!
6:42 PM, 25 Sep

৩৬ কোটি মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনা গিয়েছে। তিন লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে বলে অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী।
6:42 PM, 25 Sep

গুজরাতের সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকা আমি বলতে চাই যে গণতন্ত্রই একমাত্র পথ। অধিবেশন কক্ষে বক্তব্যে বললেন প্রধানমন্ত্রী। গত কয়েক বছরে ৪৩ কোটি ভারতীয়কে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা গিয়েছে।
6:39 PM, 25 Sep

আমি সেই দেশের প্রতিনিধি যারা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। এমন দেশ যেখানে হাজারো ভাষা, জীবনশৈলী রয়েছে। এটাই শক্তিশালী গণতন্ত্রের উদাহরণ। একটা দেশের সন্তান যে রেল স্টেশনে বাবাকে সাহায্য করতো, সে এই নিয়ে চারবার রাষ্ট্রপুঞ্জে দেশের প্রতিনিধিত্ব করছে, বললেন মোদী।
6:39 PM, 25 Sep

বিদেশমন্ত্রী জয়শঙ্কর থেকে অজিত দোভাল সহ একাধিক আধিকারিক উপস্থিত অধিবেশন কক্ষে।
6:37 PM, 25 Sep

অধিবেশনে বক্তব্য রাখা শুরু করলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই বললেন, গত দেড় বছর ধরে একশো বছরে আসা সবচেয়ে ভয়ঙ্কর মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। এতে প্রাণ হারানো সকলকেই আমার শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
6:29 PM, 25 Sep

রাষ্ট্রসংঘে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী!
6:28 PM, 25 Sep

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
6:19 PM, 25 Sep

নিউ ইয়র্কের রাস্তার দুপাশে ভিড়!
6:18 PM, 25 Sep

মোদীকে দেখতে ভিড় নিউ ইয়র্কের রাস্তায়। বহু মানুষ ভিড় জমিয়েছেন। রাতে সেখানে পৌঁছানোর পর থেকেই বিমানবন্দর থেকে শুরু করে হোটেল সব জায়গাতেই ভিড় জমাচ্ছেন ভারতীয়রা।
6:14 PM, 25 Sep

আর কিছুক্ষনের মধ্যেই অধিবেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
5:57 PM, 25 Sep

৭৬ তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সন্ধ্যা সাড়ে ৬টায় বক্তব্য রাখা শুরু করবেন তিনি।
4:45 PM, 25 Sep

বৈঠকের পরেই যৌথ সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পড়ে দুই দেশই এক বার্তায় সন্ত্রাসবাদ ইস্যুতে কথা বলে। রাষ্ট্রসংঘের (United Nations) তরফে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির (Terrorist Groups) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ওই বার্তায়।
4:44 PM, 25 Sep

আর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রসংঘে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কি বার্তা রাখেন তিনি সেদিকে নজর গোটা বিশ্বের।
2:00 PM, 25 Sep

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য গর্ব প্রকাশ করেছেন মোদী-বাইডেন
READ MORE

English summary
Narendra Modi in USA: Here are the live updates of Indian Prime Ministers Tour to America.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X