For Quick Alerts
For Daily Alerts
জাপানে মুখোমুখি মোদী-ট্রাম্প, যে ১০টি বিষয় উঠে এল জি-২০ সম্মেলন শুরুর আগে
জাপানের ওসাকাতে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে বাণিজ্য, প্রতিরক্ষা, ইরান এবং ৫-জি নেটওয়ার্কসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয় নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তার আগে লোকসভা নির্বাচনে মোদীর জয় নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। আগের সব বিরোধী মিটিয়ে তাঁরা যে প্রকৃত বন্ধু হয়ে উঠেছেন তাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রামের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যে ১০টি বিষয় উঠে এসেছে, তা হল-
- ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্র উভয়ে মহান বন্ধু হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেও আমাদের সম্পর্ক এত গভীর হয়েছে। এই দুই দেশ আগে কখনও এত কাছাকাছি আসেনি। আমরা এখন সামরিক-সহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করছি। বাণিজ্য নিয়েও যৌথ প্রয়াস নিচ্ছি। প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর ট্রামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদী বলেন, দুই দেশ তাদের চলমান বাণিজ্যে সাফল্য অর্জনের চেষ্টা করছে। উল্লেখ্য, ওয়াশিংটন ১ জুন ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী বাণিজ্য ছাড় প্রত্যাহারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল নয়াদিল্লি।
- এই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার অপেক্ষায় থাকলাম। অনেক বেশি হারে শুল্ক বৃদ্ধির বিষয়টি প্রত্যাহার করা উচিত! তাঁর এই টুইট বার্তার পরই প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি।
- ট্রাম্পের টুইট প্রতিক্রিয়ায় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুষ গোয়ল জানিয়েছেন, ভারতের শুল্ক অন্যান্য উন্নয়নশীল দেশগুলির থেকে বেশি নয়। কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থের বিষয়গুলির মাথায় রেখেই তা নির্ধারণ করা হয়েছে। ফলে ভারত এ ব্যাপারে কোনও বাণিজ্য আলোচনা করবে না।
- ৪ ডোনাল্ড ট্রাম এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতে লোকসভা নির্বাচনে জয় একটি বড় জয় মোদীর জন্য। আপনি এই জয়ের যোগ্য। এই জয়ই প্রমাণ করে আপনি সবাইকে একত্রিত করতে পেরেছেন ভালো কাজের মাধ্যমে।
- ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, দুই নেতা রাশিয়ার সঙ্গে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ৫ বিলিয়ন ডলার চুক্তি নিয়ে কোনও আলোচনা করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করার দাবি করেছে। এই বিষয়টিকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগে বলেছিলেন, বিষয়টি নিয়ে ভারত নিজেদের স্বার্থেই ভাবনা-চিন্তা করছে। নয়াদিল্লি চাইছে ৫ বিলিয়ন ডলারের ক্রয়ের চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে।
- ইরানে প্রাথমিক ফোকাস ছিল কীভাবে স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। কারণ অস্থিরতা শুধুমাত্র জ্বালানির ক্ষেত্রেই নয়, উপসাগরীয় অঞ্চলের আমাদের বিশাল সংখ্যক প্রবাসীদের ক্ষেত্রেও তা প্রভাবিত করে। আট লক্ষাধিক প্রবাসী ভারতীয়র কথা তারা বিশেষ ভাবে চিন্তা করছে বলে জানান বিজয় গোখলে।
- জি-২০ শীর্ষ সম্মেলনে একসঙ্গে আলোচনায় বসার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মারি্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জাপান-আমেরিকা-ভারতের মধ্যে ত্রিপাক্ষিক সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী মোদী এই মর্মে ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) এর সঙ্গে আলোচনা করেন।
- প্রধানমন্ত্রী শিনজো আবে-এর সঙ্গে বৈঠকের আগে মোদীকে উষ্ণ অভিনন্দন জানানে হয় জাপানের তরফে। দুই নেতার মধ্যে ভারত-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গঠনমূলক ও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, তারা বিশ্ব অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
- জাপানে যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ২০২২ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন আমরা আমাদের স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন করতে চলেছি, তখন নতুন ভারত গড়ে তোলার এক দিকনির্দেশনা পাওয়া যাবে এই বৈঠক থেকে।
- জি ২০ একটি আন্তর্জাতিক আর্থিক ফোরাম, যা ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা গঠিত। আর্থিক ও অর্থনৈতিক সমস্যাগুলি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বিভিন্ন সমস্যাবহুল বিষয় মোকাবিলার জন্য এই বৈঠকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়।