For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জি২০ সম্মেলনে বিশ্বনেতাদের মাঝে নরেন্দ্র মোদী, জড়িয়ে ধরলেন বাইডেন, কী বার্তা পেল বিশ্ব?

G20 summit-এ যোগ দিতে রোমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ১২ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী রোমের মাটিতে পা রাখলেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর যথেষ্ট ঐতিহাসিক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

  • |
Google Oneindia Bengali News

G20 summit-এ যোগ দিতে রোমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ১২ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী রোমের মাটিতে পা রাখলেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর যথেষ্ট ঐতিহাসিক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণও বলছেন তাঁদের একাংশ।

দাবি, এই মুহূর্তে বিশ্বের তাবড় তাবড় নেতারা রোমে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে একাধিক রাষ্ট্রনেতা সেখানে। ফলে একাধিক ইস্যুতে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করতে পারবেন।

রাষ্ট্রনেতাদের মাঝে মোদী

রাষ্ট্রনেতাদের মাঝে মোদী

ঐতিহাসিক এই সামিটের বেশ কিছু ছবি ইতিমধ্যে শেয়ার করেছে পিএমও দফতর। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। তবে সেখানে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা হওয়া। শুধু মার্কিন প্রেসিডেন্ট নয়, মোদীর সঙ্গে ছবিতে মিটিং করতে দেখা যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন ( Emmanuel Macron), ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনশন (Boris Johnson), কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুডু (Justin Trudeau)-কে। মোদী এই ছবি পোস্ট করার পাশাপাশি তাঁর টুইটে লিখেছেন, "On the sidelines of the @g20org Rome Summit, PM @narendramodi interacts with various leaders,"

দৃঢ় সম্পর্ক!

দৃঢ় সম্পর্ক!

তবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যেভাবে মোদীকে কথা বলতে দেখা যাচ্ছে তা অনেক দেশের কাছেই অস্বস্তির কারণ হতে পারে। ছবিতে নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুজন দুজনের কাঁধে হাত দিয়ে কথা বলতে বলতে দেখা যাচ্ছে। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এবং মোদীর এই ছবি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত - আমেরিকার সম্পর্ক যে জায়গায় ছিল, তা নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এতটুকুই টলেনি।

একসঙ্গে লড়াইয়ের বার্তা

একসঙ্গে লড়াইয়ের বার্তা

শুধু কাঁধে হাত দেওয়াই নয়, দুজনেই হাতের স্কন্ধ মুঠো করে রয়েছেন। সেই সময়ে তাঁরা কি নিয়ে আলোচনা করছিলেন তা স্পষ্ট না হলেও রাজনৈতিক বিশ্লেষকরা এই ছবি দেখে বলছেণ, সবসময়ে পাশে আছে ভারত-আমেরিকা। শুধু তাই নয়, আগামিদিনে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিতেই সম্ভবত ওই ভাবে হাত মুঠো করেছেন তাঁরা। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই আমেরিকা সফরে বাইডেনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মোদী। বৈঠক শেষে ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত হওয়ার বার্তা দেন বাইডেন।

করোনা যোদ্ধাদের সঙ্গে ছবি

করোনা যোদ্ধাদের সঙ্গে ছবি

ভংকর মহামারী দেখে বিশ্বের মানুষ। মৃত্যু মিছিল দেখেছিল। সেখানে দাঁড়িয়ে এখন অনেকটাই সুস্থ এই পৃথিবী। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে প্রিষেবা। সেখানে দাঁড়িয়ে এই সামিট। আর এই সামিটের সুরুতেই সমস্ত দেশের বিশ্বনেতারা তুললেন ছবি। সঙ্গে ছিলেণ রোমের স্বাস্থ্য কর্মী থেকে ডাক্তাররা।

English summary
Narendra Modi and Biden's close picture clicked at G20 Summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X