For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাতটি লাশ উদ্ধারের পর তপ্ত নারায়ণগঞ্জ, মোতায়েন বিজিবি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ
নারায়ণগঞ্জ, ১ মে: আরও একটি লাশ পাওয়া গেল শীতলক্ষ্যা নদী থেকে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ লাশটি উদ্ধার করে পুলিশ। গতকাল অর্থাৎ বুধবার এই শীতলক্ষ্যা নদী থেকেই উদ্ধার হয়েছিল আরও ছ'টি লাশ। গত রবিবার যে আটজনকে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করা হয়েছিল, এই শব তাঁদেরই। পরপর এতগুলি লাশ উদ্ধার হওয়ায় ক্ষোভের আঁচ ছড়িয়েছে নারায়ণগঞ্জ জুড়ে। তাই পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছাড়াও মোতায়েন করা হয়েছে বিজিবি।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম একটি মামলায় জামিন নিয়ে গাড়িতে ঢাকা ফিরছিলেন। সঙ্গে গাড়িচালক জাহাঙ্গীর ছাড়াও ছিলেন শেখ রাসেল, তাজউল ইসলাম, মনিরুজ্জামান স্বপন এবং লিটন। ভরদুপুরে তাঁদের রাস্তা থেকে অপরহণ করে একদল দুষ্কৃতী। রাতে তাঁদের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে। একটি শালবনের পাশে তা পড়েছিল।

প্রায় একই সময় থেকে নিখোঁজ ছিলেন নজরুলের আইনজীবী চন্দনকুমার সরকার ও তাঁর গাড়িচালক শেখ ইব্রাহিম। তাঁরা নজরুল ইসলামের পিছন পিছনই আদালত থেকে বেরিয়েছিলেন অন্য একটি গাড়িতে। পুলিশের অনুমান, অপহরণের ঘটনা দেখে ফেলায় চন্দনবাবুদেরও ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।

গতকাল দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে শীতলক্ষ্যা নদী থেকে প্রথমে তিনটি লাশ উদ্ধার হয়। পরে আরও তিনটি লাশ পাওয়া যায়। স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেন। লাশগুলি পচে দুর্গন্ধ বেরোচ্ছিল। একে একে লাশগুলি শনাক্ত করা হয়। নজরুল ইসলামের শব শনাক্ত করেন তাঁর ভাই আবদুস সালাম। তিনি পরনের পাঞ্জাবি দেখে দাদাকে শনাক্ত করেন। এ ছাড়া যাদের লাশগুলি শনাক্ত করা সম্ভব হয়েছে, তারা হল মনিরুজ্জামান স্বপন, তাজউল ইসলাম, লিটন, চন্দন সরকার ও শেখ ইব্রাহিম। অর্থাৎ যে আটজন অপহৃত হয়েছিল, তাদের মধ্যে সাতজনের লাশ পাওয়া গেল। এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হল ছ'জনকে। বৃহস্পতিবার সকালে যে লাশটি উদ্ধার হয়েছে, তা গাড়ি চালক জাঙ্গাঙ্গীর নাকি শেখ রাসেলের, তা নিশ্চিত হয়নি।

পুলিশ জানায়, প্রতিটি লাশের অবস্থাই খুব খারাপ। পচে গন্ধ বেরোচ্ছে। মুখ বিকৃত হয়ে গিয়েছে। পেট চিরে দেওয়া হয়েছে। ফলে নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছে। লাশগুলির সঙ্গে দড়ি দিয়ে ইট বাঁধা ছিল। বোঝাই যাচ্ছে, খুব নৃশংসভাবে এদের সবাইকে খুন করা হয়েছে। নজরুল ইসলামের পরিবার জনৈক নুর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুললেও এখন তাঁকে আটক করেনি পুলিশ।

এদিকে সিটি কর্পোরেশনের অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামের এমন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জে। ক্ষুব্ধ সমর্থকরা গতকাল বিকেলের রাস্তা অবরোধ করে। একটি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয়। বিরাট বড় মিছিল বেরোয়। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বসে পড়ে সমর্থকরা। বিরাট পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। বৃহস্পতিবারও সকালেও একদফা বিক্ষোভ হয় নারায়ণগঞ্জে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করেছে প্রশাসন। রাস্তায় ঘনঘন টহল দিচ্ছে পুলিশের গাড়ি।

English summary
Narayanganj on boil after the recovery of seven dead bodies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X