For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্য সৌরজগত থেকে রহস্যজনক বস্তু উড়ে গেল সূর্যের গা ঘেঁষে, হইচই বিজ্ঞানীমহলে

অন্য সৌরজগত থেকে রহস্যজনক বস্তু উড়ে গেল সূর্যের গা ঘেঁষে। সেই বস্তু সম্ভবত মহাকাশের অন্য সৌরজগত থেকে ছিটকে বেরনো কোনও পাথরের টুকরো।

  • |
Google Oneindia Bengali News

অন্য সৌরজগত থেকে রহস্যজনক বস্তু উড়ে গেল সূর্যের গা ঘেঁষে। সেই বস্তু সম্ভবত মহাকাশের অন্য সৌরজগত থেকে ছিটকে বেরনো কোনও পাথরের টুকরো। এমনটাই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

অন্য সৌরজগত থেকে রহস্যজনক বস্তু উড়ে গেল সূর্যের গা ঘেঁষে

নতুন যে পাথরের টুকরোটিকে বিজ্ঞানীরা প্রত্যক্ষ করেছেন সেটি ব্যাসার্ধে ৪০০ মিটার দৈর্ঘ্যের। অন্য সৌরজগত থেকে এসে এটি সূর্যের সামনে দিয়ে ছিটকে বেরিয়ে গিয়েছে। গ্রিনউইচের রয়্যাল অবসার্ভেটরির জ্যোতির্বিজ্ঞানী এনওয়ার্ড ব্লুমার একথা জানিয়েছেন।

যদি কোন সৌরজগত থেকে এই পাথরের টুকরো এসেছে তা নিশ্চিত হওয়া যায় তাহলে বলা যাবে, এই প্রথম আমাদের সৌরজগতে বাইরের সৌরজগতের কোনও বস্তু এসে পৌঁছেছে।

বিজ্ঞানীদের মতে, পাথরটির নিজস্ব শক্তি রয়েছে। যার ফলে সূর্যের মাধ্যাকর্ষণকে ছাপিয়ে নিজের মতো করে উড়ে যেতে পেরেছে। আর সেজন্যই এটি নিয়ে বিজ্ঞানীদের গবেষণার আগ্রহ বেড়ে গিয়েছে।

মনে করা হচ্ছে, বহির্বিশ্বের সৌরজগতের কোনও নক্ষত্রের অংশ এটি। হয়ত কয়েকহাজার বা লক্ষ কোটি বছর পুরনো। এখন সেটাই ছিটকে আমাদের সৌরজগতে চলে এসেছে। দেখে মনে হবে যেন পাথুরে গ্রহাণু। এখন এর রহস্য সমাধানেই আগ্রহী হয়েছেন বিজ্ঞানীরা।

English summary
Mysterious object seen speeding past sun could be 'visitor from another star system
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X