For Quick Alerts
For Daily Alerts
নিউজিল্যান্ডে হামলা নিয়ে 'রহস্যজনক নোট' উদ্ধার ক্যালিফোর্নিয়ার মসজিদে, লাগল আগুনও
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা নিয়ে নোট উদ্ধার হল আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়ায় এক মসজিদে আগুন লাগার ঘটনা ঘটে। সেখানেই এই নোট উদ্ধার হয়েছে। যার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আগুন লাগায় কেউ আহত হননি। ছোট ঘটনা ছিল, সেটা এড়ানো গিয়েছে। তবে একটি নোট উদ্ধার হয়েছে। তাতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলা নিয়ে উল্লেখ রয়েছে। যদিও মার্কিন পুলিশ এই বিষয়ে মুখ খুলছে না।
জোরকদমে তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে সান ডিয়েগো থেকে ৪৮ কিলোমিটার দূরে। মসজিদের পার্কিং লটে নোটটি পাওয়া গিয়েছে।
কয়েকদিন আগে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় পঞ্চাশ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এতজন মানুষকে।