For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুকি এখনই ব্যবস্থা না নিলে, রোহিঙ্গা পরিস্থিতি আরও জটিল হবে, বলল রাষ্ট্রসংঘ

মায়ানমারে রোহিঙ্গা বিরোধী সেনা অভিযান বন্ধ করতে আন সাং সুকি-র হাতেই শেষ সুযোগ রয়েছে বলে মনে করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

মায়ানমারে রোহিঙ্গা বিরোধী সেনা অভিযান বন্ধ করতে আন সাং সুকি-র হাতেই শেষ সুযোগ রয়েছে বলে মনে করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস। সুকি এখনই পদক্ষেপ না নিলে রোহিঙ্গা সংকট আরও ভয়ঙ্কর রূপ নেবে বলেও মনে করেন তিনি।

[আরও পডুন:রোহিঙ্গাদের স্বীকৃতি নয়, বললেন মায়ানমারের সেনাপ্রধান, আরও কী বললেন জেনে নিন][আরও পডুন:রোহিঙ্গাদের স্বীকৃতি নয়, বললেন মায়ানমারের সেনাপ্রধান, আরও কী বললেন জেনে নিন]

সুকি এখনই ব্যবস্থা না নিলে, রোহিঙ্গা পরিস্থিতি আরও জটিল হবে, বলল রাষ্ট্রসংঘ

রাষ্ট্রসংঘের মহাসচিব জানিয়েছেন, মঙ্গলবার সুকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওই ভাষণই রোহিঙ্গা বিরোধী অভিযান বন্ধের শেষ সুযোগ। যদি তিনি তাঁর অবস্থান পরিবর্তন না করেন, তাহলে এই সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রসংঘের মহাসচিব জানিয়েছেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়া উচিৎ। মায়ানমারে সেনাবাহিনীই এখনও যে সবার ওপরে তা তাদের কার্যকলাপ থেকেই স্পষ্ট। যদিও মায়ানমারের দাবি, রোহিঙ্গা জঙ্গিরা সেনা ও সাধারণ মানুষকে টার্গেট করার পর থেকেই সেনা অভিযান শুরু হয়েছে।

রোহিঙ্গা বিরোধী অভিযান নিয়ে এখনও সুকি কোনও মন্তব্য না করায় ধরে নেওয়া হচ্ছে সেনাবাহিনীর অভিযানের তাঁর সমর্থন রয়েছে। বিষয়টি নিয়ে নোবেলজয়ী এই নেত্রীর বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের আাসন্ন অধিবেশনে তিনি যোগ দেবেন না বলে জানিয়েছেন সুকি।

২৫ অগাস্ট রাতে মায়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনার পর থেকে সেখানে সেনা অভিযান শুরু হয়। রোহিঙ্গা পুরুষ-মহিলা-শিশুদের ওপর নির্যাতন ও হত্যালিলার অভিযোগ ওঠে। সেনাবাহিনীর হামলার থেকে বাঁচতে গত কয়েক সপ্তাহে চারলাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে গিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

English summary
Myanmar's de facto leader Aung san Suu Kyi has a last chance to halt an army offensive that has forced hundreds of thousands of the mainly Muslim Rohingya to flee abroad, the UN head sa said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X