For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিজাব পরে ছবি তোলায় 'স্কুল বুক'-এ মুসলিম ছাত্রীকে ডাকা হল 'আইএস' নামে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ক্যালিফোর্নিয়া, ১০ মে : শুধুমাত্র তৃতীয় বিশ্বের দেশেই নয়, তথাকথিত সভ্য প্রথম বিশ্বের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও ধর্মীয় ভেদাভেদ এক চূড়ান্ত আকার নিয়েছে। তারই নিদর্শন মিলল ক্যালিফোর্নিয়ার হাই স্কুলে। [মজা করে মার্কিন মুলুকে গ্রেফতার ১২ বছরের ভারতীয় ছাত্র]

বায়ান জেহলিফ নামে এক মুসসলিম তরুণী হিজাব পরে ছবি তোলায় স্কুল বুকে তাঁর ছবির নিচে নাম হিসাবে লেখা হল 'আইএসআইএস ফিলিপস'। সামান্য একাদশ শ্রেণির ছাত্রী বায়ানের নামের নিচে কেন জঙ্গি সংগঠন আইএসের নাম লেখা হল তা ভেবে পাচ্ছেন না কেউই। [বিনা অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার মুসলমান ছাত্র]

হিজাব পরে ছবি তোলায় মুসলিম ছাত্রীকে ডাকা হল 'আইএস' নামে

কিছুটা বিস্মিত ও দুঃখিত বায়ান নিজের ফেসবুক পোস্টে প্রথমে বিষয়টি সামনে আনে। জানায়, তাঁকে স্কুল বুকে আইএসআইএস নামে সম্বোধন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গা স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে ছাপার ভুল হিসাবেই ব্যক্ত করেছে।

ক্যালিফোর্নিয়ার জেলা স্কুল সুপার জানিয়েছেন, এক পড়ুয়ার নাম আইসিস হওয়ায় তার সঙ্গে বায়ানের নাম সম্ভবত গুলিয়ে গিয়েছে। তিনি এই বিষয়টিকে অত্যন্ত কড়াভাবে নিয়েছেন। যদি প্রমাণিত হয়, কেউ ইচ্ছে করে এমন কাজ করেছে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল সুপার।

স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র সাফাই দিয়ে ও ক্ষমা চেয়ে কাজ সারলেও ফেসবুক ও টুইটারে অসংখ্য মানুষের সমর্থন পেয়েছেন বায়ান। সকলেই একযোগে এই কাজকে ধিক্কার জানিয়েছেন।

প্রসঙ্গত, সিরিয়ার ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থানের পরপর একই নাম হওয়ায় বহু প্রতিষ্ঠানকে দুর্নাম থেকে বাঁচতে নিজেদের নাম বদলে ফেলতে হয়েছে।

English summary
Muslim girl called 'Isis' in high school yearbook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X