ট্রাক থেকে উদ্ধার ৩৯ টি দেহ! চাঞ্চল্য লন্ডনে
ট্রাকের কন্টেনার থেকে ৩৯ টি দেহ উদ্ধারে চাঞ্চল্য। ব্রিটিশ পুলিশ জানিয়েছে ৩৯ টি দেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছিল বলে জানা গিয়েছে। খুনের ঘটনা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এক বিবৃতিতে এসেক্স পুলিশ জানিয়েছে, একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। বড় সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে। ভোরে ১.৪০ নাগাদ ঘটনাটি নজরে আসে। ইস্ট লন্ডনের গ্রেস-এর ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই ঘটনা চোখে পড়েছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এমারজেন্সি সার্ভিস। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ৩৯ জমের মধ্যে ৩৮ জন পূর্ণ বয়স্ক আর একজন কিশোর। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। চিফ সুপারইনটেনডেন্ট অ্যান্ড্রু মেরিনার জানিয়েছেন, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ট্রাকের চালক ২৫ বছর বয়স্ক উত্তর আয়ারল্যান্ডের নাগরিককে খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ১৯ অক্টোবর ট্রাকটি বুলগেরিয়া থেকে প্রবেশ করেছিল।