For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাধিক স্বামী থাকলে মহিলারা সুখী হন! বলছে সাম্প্রতিক গবেষণা

একাধিক পুরুষসঙ্গী নয়, বরং একাধিক স্বামী থাাকলে মহিলাদের সুখে থাকার সম্ভাবনা বাড়তে পারে। এমনই দাবি করেছে রয়্যাল সোসাইটি বি-এর একটি সমীক্ষা। এর কারণ হিসাবেও উঠে এসেছে একাধিক তথ্য।

  • |
Google Oneindia Bengali News

একাধিক পুরুষসঙ্গী নয়, বরং একাধিক স্বামী থাাকলে মহিলাদের সুখে থাকার সম্ভাবনা বাড়তে পারে। এমনই দাবি করেছে রয়্যাল সোসাইটি বি-এর একটি সমীক্ষা। এর কারণ হিসাবেও উঠে এসেছে একাধিক তথ্য। গবেষণা বলছে, যে মহিলারা একাধিক বিবাহের ভাবনা নিয়ে পিছপা হননা, তাঁরা আর্থিকভাবে সুখী হন। কেটে যায় সামাজিক সমস্যাও।

কেন মহিলাদের সুবিধা থাকে একাধিক স্বামী থাকলে?

কেন মহিলাদের সুবিধা থাকে একাধিক স্বামী থাকলে?

অধ্যাপক ম্যানিক মালডার এই গবেষণায় অ্যান্থ্রপোলজি বিভাগের একজন সদস্য। তাঁর মতে, পুরুষদের আর্থিক স্বচ্ছ্বলতা ও সুস্বাস্থ্য মহিলাদের সুখী করে। আর সেক্ষেত্রে একাধিক বিবাহ ও স্বামী থাকলে মহিলারা খানিকটা নিরাপত্তার চাদর পান বলে দাবি, পুরুষ শাসিত সমাজে।

তানজানিয়ার একটি গ্রামে চলেছে গবেষণা

তানজানিয়ার একটি গ্রামে চলেছে গবেষণা

তানজানিয়ার একটি গ্রামে এই গবেষণার সমীক্ষা করা হয়েছে। গত ২ দশকে সেখানে ক'টি ডিভোর্স, কয়টি বিয়ে, বা কয়টি পুর্নিবিবাহ হয়েছে তা নিয়ে গবেষণায় প্রচুর কাটা ছেঁড়া করা হয়েছে। আর তার প্রেক্ষাপটেই জানা গিয়েছে, মহিলারা একাধিক স্বামী নিয়েই সুখে থাকতে পারেন।

একের পর এক বিয়েতে কোন সুবিধা হয় মহিলাদের?

একের পর এক বিয়েতে কোন সুবিধা হয় মহিলাদের?

একের পর এক বিয়েতে একাধিক সমস্যা হতেই পারে। তবে এই সমীক্ষা বলছে, যে মহিলারা একের পর এক স্বামীকে গ্রহণ করেন,তাঁদের সন্তানরাও সুস্বাস্থ্যের অধিকারী হন। যা আগামী দিনে এক নতুন ভাবধারা তুলে আনতে পারে।

<strong>চোখের চিকিৎসায় গুরুত্বপূর্ণ উদ্ভাবন! কৃত্রিম বুদ্ধিমত্তাতেই এবার ডায়াবেটিক আই সনাক্তকরণ</strong>চোখের চিকিৎসায় গুরুত্বপূর্ণ উদ্ভাবন! কৃত্রিম বুদ্ধিমত্তাতেই এবার ডায়াবেটিক আই সনাক্তকরণ

English summary
Multiple Husband is good for Woman, says Study. Royal Society B reveal the study.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X