For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শরীরে একাধিক করোনা উপসর্গ, টেস্টের পর ভক্তদের উদ্দেশ্যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট কী বললেন জানুন

শরীরে একাধিক করোনা উপসর্গ, টেস্টের পর ভক্তদের উদ্দেশ্যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট কী বললেন জানুন

  • |
Google Oneindia Bengali News

আগেই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে করোনার উপসর্গ দেখা যাওয়ার কথা শোনা যায়। এর আগে মাস্ক না পরেই একাধির জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। সমাবেশও করেন। এদিকে রবিবার থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। শরীরে একাধিক করোনার লক্ষণ দেখা দেওয়া সোমবারই করোনা পরীক্ষা করতে দেন তিনি।

শরীরে একাধিক করোনা উপসর্গ, টেস্টের পর ভক্তদের উদ্দেশ্যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট কী বললেন জানুন

সোমবার তার সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের তিনি নিজেই এ কথা জানান বলসোনারো। রিপোর্ট পাওয়ার পর দেখা যায় সু্স্থই আছেন তিনি। করোনার সংক্রমণের মতো উপসর্গ দেখা দিলেও আক্রান্ত হননি তিনি। এই প্রসঙ্গে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি এখন হাসপাতাল থেকে ফিরে এসেছি, আমি ফুসফুসের স্ক্রিনিং করেছি, আমার ফুসফুস পরিষ্কার আছে। আমি কিছুক্ষণ আগে কোভিড পরীক্ষা দিতে গিয়েছিলাম, তবে সবকিছু ঠিক আছে।”

এদিকে একাধিক আন্তর্জাতিক সংবাদজমাধ্যম সূত্রে খবর, সংক্রমণের আশঙ্কায় এর আগে মে মাসেও তিনবার করোনা পরীক্ষা করান বলসোনারো। কিন্তু সমস্ত টেস্টের রিপোর্টই নেগেটিভ আসে। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক থেকে ফিরে আসার পরে ১২ই মার্চ থেকে ১৭ই মার্চের মধ্যে এই তিনটি পরীক্ষা করিয়েছিলেন বলে জানা যাচ্ছে। যদিও ওই সময়কালের মধ্যেই তার গৃহকর্মীদের মধ্যে অনেকেরই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে গোটা ব্রাজিল জুড়ে ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ২৮ হাজার মানুষ।

শব্দ দূষণ কমাতে রাজ্যে বসানো হবে দু’‌হাজার শব্দ নিরীক্ষণ ইউনিটশব্দ দূষণ কমাতে রাজ্যে বসানো হবে দু’‌হাজার শব্দ নিরীক্ষণ ইউনিট

English summary
multiple corona symptoms on the body find out what the brazilian president said to the fans after the test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X