রাজনৈতিক দ্বন্দ্বের অবসান, সমস্ত জল্পনা শেষে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন
সমস্ত জল্পনা শেষে অবশেষে নতুন সরকার গঠন হল মালেশিয়ায়। অবশেষে অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে রবিবার মুহিদ্দীন ইয়াসিনের শপথ গ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল।

ইতিমধ্যেই গত সোমবার পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ
ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন মাহাথির মোহাম্মদ। মাহাথির দুই লাইনের একটি বিবৃতিতে জানান, গত সোমবার বেলা ১ টায় (কুয়ালালামপুর সময় ৫ টা) তিনি দেশের রাজাকে তার পদত্যাগ সম্পর্কে জানিয়েছেন।
মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন মালেশিয়ার বাদশা
শনিবার প্রভাবশালী নেতা মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন মালেশিয়াক রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। এদিকে মুহিদ্দীন মালয়েশিয়ার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দল মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান পদে এতদিন বহাল ছিলেন বলে জানা গেছে।
আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হাতছাড়া হল
গত ২শে ফেব্রুয়ারি রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেন ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। কিন্তু এরপর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে। তারপরেই এদিন প্রধানমন্ত্রীর আসনে বসেন মুহিদ্দীন ইয়াসিন। একইসাথে প্রধানমন্ত্রী হওয়ার পথে বিরোধী দল ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশন ও মালয়েশিয়ান ইসলামিক পার্টির সমর্থন পেয়েছেন মুহিদ্দীন। পাশাপাশি মুহিদ্দীন প্রধানমন্ত্রী হওয়ার কারণে মাহাথিরের পর আনোয়ার ইব্রাহিমের ক্ষমতা গ্রহণের সুযোগ হাতছাড়া হল বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
সমস্ত জল্পনা শেষে অবশেষে নতুন সরকার গঠন হল মালেশিয়ায়। অবশেষে অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে রবিবার মুহিদ্দীন ইয়াসিনের শপথ গ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল।
ইতিমধ্যেই গত সোমবার পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ
ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন মাহাথির মোহাম্মদ। মাহাথির দুই লাইনের একটি বিবৃতিতে জানান, গত সোমবার বেলা ১ টায় (কুয়ালালামপুর সময় ৫ টা) তিনি দেশের রাজাকে তার পদত্যাগ সম্পর্কে জানিয়েছেন।
মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন মালেশিয়ার বাদশা
শনিবার প্রভাবশালী নেতা মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন মালেশিয়াক রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। এদিকে মুহিদ্দীন মালয়েশিয়ার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দল মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান পদে এতদিন বহাল ছিলেন বলে জানা গেছে।
আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হাতছাড়া হল
গত ২শে ফেব্রুয়ারি রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেন ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। কিন্তু এরপর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে। তারপরেই এদিন প্রধানমন্ত্রীর আসনে বসেন মুহিদ্দীন ইয়াসিন। একইসাথে প্রধানমন্ত্রী হওয়ার পথে বিরোধী দল ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশন ও মালয়েশিয়ান ইসলামিক পার্টির সমর্থন পেয়েছেন মুহিদ্দীন। পাশাপাশি মুহিদ্দীন প্রধানমন্ত্রী হওয়ার কারণে মাহাথিরের পর আনোয়ার ইব্রাহিমের ক্ষমতা গ্রহণের সুযোগ হাতছাড়া হল বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।