For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারাক ওবামাকে বিয়ের প্রস্তাব জিম্বাবোয়ের রাষ্ট্রপতি মুগাবের

  • |
Google Oneindia Bengali News

হারারে, ২ জুলাই : জিম্বাবোয়ের রাষ্ট্রপতি রবার্ট মুগাবে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেবেন সেদেশের রাষ্ট্রপতি বারাক ওবামাকে। আশ্চর্য মনে হলেও একথা সত্যি।

তবে এতে একটা মোচড় অবশ্য রয়েছে। জিম্বাবোয়ের রাষ্ট্রপতি রবার্ট মুগাবে এইকথাগুলি জানিয়েছেন অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে।

বারাক ওবামাকে বিয়ের প্রস্তাব জিম্বাবোয়ের রাষ্ট্রপতি মুগাবের


আসলে ঘটনা হল, কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে সমকামী বা সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই ঘটনার ভয়ঙ্কর বিরোধী জিম্বাবোয়ের বর্তমান রাষ্ট্রপতি।

সম্প্রতি একটি রেডিও সাক্ষাৎকারে নিজের যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন সমকামিতার ঘোর বিরোধী মুগাবে। আর স্বাভাবিকভাবেই রাগ দিয়ে পড়েছে মার্কিন মুলুকের উপরে।

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মুগাবে বলেছেন, "ওবামা সমলিঙ্গ বিবাহকে বৈধতা দিয়েছেন। যদি এটা এতই প্রয়োজনীয় হয় তাহলে আমার উচিৎ ওয়াশিংটন উড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে ওঁর (ওবামার) হাত চাওয়া।"

রেগে গিয়ে মুগাবে বলেছেন, "তিনি বুঝতে পারেন না কীভাবে এই মানুষগুলি খ্রিস্টের নির্দেশের বিরুদ্ধে যাওয়ার সাহস পায়, যেখানে ঈশ্বর এটাকে নিষিদ্ধ করেছেন।" তাঁর আরও ব্যাখ্য়া, আমেরিকার শাসন করছে কিছু বিকৃতমনস্ক মানুষ।

সমকামিকার বিরুদ্ধে বারবারই সরব হয়েছেন মুগাবে। জিম্বাবোয়েতে সমকামিতা নিষিদ্ধ। সমকামিদের শূকর, ছাগলদের থেকেও নিম্নমানের মন্তব্য করে গতবছর বিতর্ক তৈরি করেন মুগাবে। এই অধিকার মানুষের অধিকার নয় বলেও মন্তব্য করেন তিনি।

English summary
Mugabe: Perhaps I should ask Obama to marry me
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X