For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাষা আন্দোলনে স্মৃতি বিজড়িত ২১ ফেব্রুয়ারি দিনটির ইতিহাস

১৯৫২ সালে ভাষার জন্য আন্দোলন। ভাষার জন্য আন্দোলন করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে বাঙালি। ১৯৯৯ সাল থেকে যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে।

  • |
Google Oneindia Bengali News

১৯৫২ সালে ভাষার জন্য আন্দোলন। ভাষার জন্য আন্দোলন করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে বাঙালি। ১৯৯৯ সাল থেকে যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে। আর ২০০০ সাল থেকে রাষ্ট্রসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্র দিনটিকে পালন করছে।

১৯৫২-র ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে মিছিল

১৯৫২-র ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে মিছিল

১৯৫২-র ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ধর্মঘট ডাকা হয়। তবে এই কার্যকলাপ বন্ধ করতে ২০ ফেব্রুয়ারি সন্ধেতেই ১৪৪ ধারা জারি করার কথা জানানো হয় তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের তরফে। ২১ ফেব্রুয়ারি সরকারি ধারা উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল করেন ছাত্রছাত্রীরা। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।

ছাত্রদের থামাতে লাঠি-কাঁদানে গ্যাস-গুলি

ছাত্রদের থামাতে লাঠি-কাঁদানে গ্যাস-গুলি

জমায়েত থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামতে গেলে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। বেশ কয়েকজনকে ১৪৪
দারা ভাঙার অপরাধে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।

ছাত্ররা আইনসভার দিকে এগোতে গেলেই গুলি চালায় পুলিশ। গুলিতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল সালাম-সহ অনেকে। প্রথম তিনজন ছাত্র হলেও, চতুর্থজন ছিলেন প্রেসের কর্মী। ছাত্রদের অভিযোগ থেকে জানা যায়, সেদিন রাস্তায় পড়ে থাকা অনেক দেহই পুলিশ ট্রাকে করে তুলে নিয়ে যায়। যাঁদের পরিচয় সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি।

পুলিশের গুলি চালনার খবর ছড়িয়ে পড়তেই পথে নামে শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা। কিছুক্ষণের মধ্যেই ঢাকা ও আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় সবকিছু।

ছাত্রছাত্রীদের তৈরি স্মৃতি স্তম্ভ

ছাত্রছাত্রীদের তৈরি স্মৃতি স্তম্ভ

ভাষা শহিদের স্মৃতিকে স্মরণে রাখতে ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ প্রাঙ্গনে ছাত্রছাত্রীরা স্মৃতিস্বম্ভ গড়ে তোলেন। যদিও ৩ দিন পরেই তা ভেঙে দেয় তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার।

১৯৫৪-র ৯ মে বাংলাকে স্বীকৃতি

১৯৫৪-র ৯ মে বাংলাকে স্বীকৃতি

১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৯ মে আইনসভায় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

English summary
Movement for the recognition of Bengali language in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X